May 8, 2024, 7:22 am

সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন রংপুর নগরীরতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের তদারকি পীরগঞ্জে   নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য রাঙ্গাবালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ ই মে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে প্রধান মন্ত্রী বরাবরে দরখাস্ত প্রদান গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত শেরপুর ময়মনসিংহ ঢাকা মহাসড়কের কাজ দ্রুত গতিতে চলছে সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য

র‌্যাব-৫ এর পৃথক পৃথক চার অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য ও ভারতীয় প্রসাধনীসহ আটক ৭

রাজশাহী ব্যুরোঃ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল ৫ ও ৬ সেপ্টেম্বর ২০১৯ইং পৃথক পৃথক চারটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ ৪ ব্যাবসায়ীকে ও ইয়াবা,ফেন্সিডিল হেরোইনসহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেন।গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯ টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পাশুন্দিয়া বটতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে, আটককৃত আলামত: (ক) ৮৯০ পিচ ইয়াবা ট্যাবলেট (খ) ০১টি মোবাইল ফোন (গ) ০১টি সিম (ঘ) ০১ টি মেমোরি র্কাড সহ আসামী মোঃ রুবেল আলী (২৪), পিতা- আব্দুল জলিল, গ্রাম- গোবিন্দপুর, থানা- চারঘাট, জেলা- রাজশাহী কে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে চারঘাট  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে ।ও একই থানাধীন শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে, আটককৃত আলামত: (ক) ১৪৬ বোতল ফেন্সিডিল,(খ) ০১ টি মোবাইল ফোন, (গ) ০২ টি সিম সহ  আসামী, মোঃ আলাল হোসেন বিরবিড়ি (৩৫), পিতা- মৃত জমসের আলী, গ্রাম- শিবপুর (লাল মনতলা), থানা- চারঘাট, জেলা- রাজশাহীকে গ্রেফতার করেছে।উক্ত আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-(বি) ১/(বি)ধারায় মামলা রুজু করা হয়েছে ।এবং রাজশাহী মহানগরের রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে ষ্টেশনের এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ১।Margo সাবান, ১০০ গ্রাম Made in india ৬৫ (পয়ষট্টি) পিচ  ২।Junior  Horlicks 500 gm  made  in India ৩৩পিচ ৩। Pandit jeera 1 kg ৬ পিচ ৪।Complan ২৩ পিচ,  ৫।Colgate  ১৯৮ পিচ   ৬।Zandu বাম ৮ মিলি ৯২ টি   ৭।Skin shine ১৫  গ্রাম ২০০ পিচ   ৮।Emami 7 oil ১৬ পিচ   ৯।Garnier men০৯ টি  ১০০  ১০। Pondes Face wash ১০০ গ্রাম৭০ পিচ  ৫০ গ্রাম ৬০ পিচ  ১১।Eno fruit solt ৫ গ্রাম ৭৩০ পিচ  ১২।Clinic plus Shampu ৬ এমএল ৬১০০ পিচসহ আসামীদয়, ১। শেরবানু (৩৫), স্বামী- মৃত মোরশেদ, গ্রাম- কোর্ট ষ্টেশন, থানা- রাজপাড়া ২। সালেহা (৪১), স্বামী- জুলমত আলী, গ্রাম- বড়বাড়িয়া, থানা-শাহমখদুম, ৩। জরিনা বেগম (৫০),স্বামী – মোঃ হায়দার  আলী, গ্রাম- বিহারী কোলনী, থানা- বোয়ালিয়া  ৪। মোছাঃ সেলিনা বেগম, স্বামী- মোঃ জালাল শেখ, গ্রাম- আসাম কোলনী, থানা- চন্দ্রিমা ,সকলেই রাজশাহী মহানগরীর।তাদেরকে গ্রেফতার করা হয়েছে ।উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী  রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-(বি)ধারায় মামলা রুজু করা হয়েছে ।অপর দিকে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশাল বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে, আটককৃত আলামত: (ক) ৬০০ গ্রাম হেরোইন (খ) ৫০ পিচ ইয়াবা (গ) ০১ টি মোবাইল সেট (ঘ) ০১ টি সিম (ঙ) নগত টাকা ৪৫০০/-সহ  আসামী, মোসাঃ নুন্নাহার (৪০),স্বামী-মোঃ শহিদুল ইসলাম, গ্রাম- মহিশাল বাড়ি, থানা- গোদাগাড়ী, জেলা-  রাজশাহীকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনী ৮ (গ)/১০(ক) ধারারয় মামলা রুজু করা হয়েছে ।এ বিষয়ে র‌্যাব-৫ এর এক কর্মকর্তা বলেন, বে-আইনী বিভিন্ন কাযক্রমের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি প্রকাশ্যে ও গোপনে অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় সঠিক তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ী ও ৪ চোরাকারবারীকে মাদকদ্রব্য ও বে-আইনি ভারতীয় চোরাই প্রসাধনীসহ গ্রেফতার করতে সক্ষম হই।তিনি আরো বলেন, র‌্যাব-৫ এর পক্ষ থেকে যুব সমাজ সহ সর্বস্তরের মানুষকে জনসচেতনতা মূলক বিভিন্ন সেমিনারের মাধ্যমে মাদকের ভয়াল থাবার বিষয়ে ইতিমধ্যেই অবগত করা হয়েছে, বর্তমানেও করে যাচ্ছি। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না, মাদক নির্মূলে র‌্যাব-৫ যে কোন ধরনের ব্যাবস্থা নিতে প্রস্তুত রয়েছে । এবং চোরাকারবারীদের দিকে আমাদের বিষেশ নজর আছে, তারা যাতে বে-আইনি ভাবে পণ্য সামগ্রী দেশে এনে দেশের রাজ্বস্ব ও বাজার নষ্ট করতে না পারে।

প্রাইভেট ডিটেকটিভ/০৬ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

 

 

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর