May 8, 2024, 8:14 am

সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন রংপুর নগরীরতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের তদারকি পীরগঞ্জে   নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য রাঙ্গাবালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ ই মে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে প্রধান মন্ত্রী বরাবরে দরখাস্ত প্রদান গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত শেরপুর ময়মনসিংহ ঢাকা মহাসড়কের কাজ দ্রুত গতিতে চলছে সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য

রৌমারীতে ধানের আটির চাপায় কৃষকের মৃত্যু

জিতেন চন্দ্র দাস, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রতিকি ছবি

কুড়িগ্রামের রৌমারীতে জমি থেকে ধানের আটি মাথায় নিয়ে বাড়ি আসার পথে ফুলবাবু (৩২) নামের এক কৃষকের আকস্মিক মৃত্যু হয়েছে। (৫ মে) রোববার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালগ্রাম নামক এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফুলবাবু উপজেলার গোয়ালগ্রাম এলাকার মাহাম অালীর ছেলে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কলিম চাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কলিম চাঁন সাংবাদিকদের জানান, সকালে অন্যের জমিতে ধান কাটতে যায় ফুলবাবু। ধান কেটে ধানের আটি মাথায় নিয়ে বাড়ি আসার পথে মাটিতে লুটে পড়ে যান। এসময় প্রচন্ড অাঘাত পায় ফুলবাবু। পরে অন্য কৃষকরা রৌমারী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতেরর পরিবারের সদস্যরা জানান, ফুলবাবু কিছুদিন অাগে ওমান থেকে ছুটিতে দেশে অাসেন। অভাবের সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ করতেন তিনি। এক বছর অাগে বিয়েও করেছেন ফুলবাবু। তার স্ত্রী সন্তান সম্ভাবা। রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার অাব্দুর রাজ্জাক জানান, অতিরিক্ত বোঝার চাপে ফুলবাবু মাটিতে লুটে পড়ে যান। এ সময় ঘাড়ে প্রচন্ড অাঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। তার অাকষ্মিক মৃত্যুতে নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রাইভেট ডিটেকটিভ/৫ মে ২০১৯/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর