May 11, 2024, 8:38 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটি কর্পোরেশনে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপনের ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ছিনতাইকারীও হয়ে উঠেছে ডাকাত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা নির্বাচনে জয়ী তিন প্রার্থী চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা কুড়িগ্রামের রাজারহাটে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে হঠাৎ বন্ধ সিএনজি: দুর্ভোগে চার উপজেলার সাধারণ মানুষ গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

১০ই ডিসেম্বর  ২০১৯ ইং মঙ্গলবার  রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় সভাটি পবা উপজেলার নওহাটায় অনুষ্ঠিত হয়।উক্ত সভায় রাজশাহী রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি বক্তব্য রাখেন।এছাড়াও প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাভলু, রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের আওতাধীন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  এড. আব্দুস সালাম, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পক্ষে সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুলসহ অন্যান্যরা।এতে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি প্রফেসর ডা. মনসুর রহমান, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. জাকিরুল ইসলাম সান্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এড. আব্দুস সামাদ প্রমুখ।সভায়  আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনসহ বাংলাদেশ আওয়ামী লীগের ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় কাউন্সিল উপলক্ষে কাউন্সিলর এবং ডেলিগেট চূড়ান্ত করে পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১০ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর