May 16, 2024, 9:01 pm

সংবাদ শিরোনাম
উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার! দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫ শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেক চেয়ারম্যাসহ আহত- ৫ র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৭ জন পরিবহন চাঁদাবাজ ও ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধিত হলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পায়রা বন্দরের নিজস্ব জেটিতে শুরু হয়েছে পন্য খালাস কার্যক্রম চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার জৈন্তাপুরে রৌদ্রজ্জ্বল ফুটবল মাঠে বজ্রপাতে ফুটবলার নিহত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

ভোলা বোরহান উদ্দিন হাকিমউদ্দিন লঞ্চ ঘাটে কর্ণফুলী-১৩ এর ধাক্কায় নিখোজ-২, আহত প্রায় ৩৫ থেকে ৪০জন

রাকিব হোসেন,ভোলা জেলা ব্যুরো প্রধানঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জা কালুর( হাকিম উদ্দিন) লঞ্চ ঘাটে, কর্নফুলি

১৩ এর ধাক্কায় নিখোজ ২ আহত প্রায় ৩৫ থেকে ৪০ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বোরহানউদ্দিন থানা পুলিশ, হাকিমউদ্দিন ঘাটের নৌ পুলিশ ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় সূত্রে জানাগেছে, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই ঘাটে কর্ণফুলী-১৩ ও ফারহান লঞ্চটি প্রতিযোগীতা করে মির্জাকালু( হাকিমউদ্দিন) ঘাটে ভিড়ানোর চেষ্টা চালায়। এসময় ফারহান লঞ্চটিকে পিছে রেখে কর্ণফুলী লঞ্চটি দূরত্ব বেগে ঘাটে ভিড়ানোর সময় চালক নিয়ন্ত্রণ হাড়িয়ে স্বজোড়ে ঘাটে ধাক্কা দেয়। এতে ঘাটে উপস্থিত ও লঞ্চের সামনের দিকে থাকা প্রায় ৪০ জন যাত্রী ধাক্কা খেয়ে ও নীদেতে পরে গুরুতর আহত হয়। এদের মধ্যে ২ জন্য যাত্রীকে এখোনো খুজে পাননি উদ্ধারকারীরা। বিধ্বস্ত পল্টনের নিচে আরো কিছু যাত্রী আটাকা পরেছে বলে ধারনা করছে স্থানীয়রা। আহতদের বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভার্তি করা হয়েছে। এ ঘটনায় বোরহাউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খানম রোখা, বোরহানউদ্দিন থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ও হাকিমউদ্দিন ঘাটের নৌপুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে আরো জনাগেছে, দীর্ঘদিন যাবৎ ব্রাদার্স নেভিগেশনের কর্ণফুলী লঞ্চটি নৌরুটের নিয়ম কানুন অমান্য করে তাদের খেয়াল খুশি মত লঞ্চ চালায়। তাদের কাছে সাধারণ যাত্রীদের কোন মূল্য নাই। এক মাত্র প্রতিযোগীতা ও তাড়াহুরা করে লঞ্চ চালানোর কারণে আজকের দূর্ঘটনা ঘটেছে। এ কর্ণফুলী লঞ্চ কোম্পানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনেরজন্য নৌ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান স্থানীয় সচেতন মহল।

প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর