May 17, 2024, 2:47 am

সংবাদ শিরোনাম
রংপুর সদর প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানব্বন্ধন দিনাজপুরে দুই দিনব্যাপী পুষ্টি ও এগ্রোইকোলজি বিষয়ক কর্মশালা সম্পন্ন উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার! দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫ শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেক চেয়ারম্যাসহ আহত- ৫ র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৭ জন পরিবহন চাঁদাবাজ ও ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধিত হলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পায়রা বন্দরের নিজস্ব জেটিতে শুরু হয়েছে পন্য খালাস কার্যক্রম চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার

বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে উন্নয়ন করছে – রনি

আকাশ বগুড়াঃ

গত শুক্রবার বগুড়া শহরের বৃন্দাবনপাড়াস্থ মুন্সি নাজির উদ্দিন মন্ডল ওয়াকফ এষ্টেটের ঐতিহ্যবাহী বৃন্দাবনপাড়া জামে মসজিদে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খাঁন রনি।ছবি.আকাশ

গত শুক্রবার বগুড়া শহরের বৃন্দাবনপাড়াস্থ মুন্সি নাজির উদ্দিন মন্ডল ওয়াকফ

এষ্টেটের ঐতিহ্যবাহী বৃন্দাবনপাড়া জামে মসজিদের সম্মুখের কাজ সম্পূর্ণ করার নিয়ত করা হয়েছে। এই উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অত্র মসজিদের সভাপতি ডাঃ মোজাহারুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খাঁন রনি। তিনি বলেন, মসজিদ হল শান্তির স্থান,যেখানে ধনী-গরিবের কোন ভেদাভেদ নেই, সবাই এক কাতারে দাঁড়িয়ে সৃষ্টি কর্তার আরাধনায় মশগুল হয়ে থাকে। প্রতিটি এলাকায় মসজিদ রয়েছে তাতে উন্নয়নও হচ্ছে। তবে এলাকার মানুষকে মসজিদ মুখী হতে হবে। আখেরাতে কথা মনে করে সকলকে আল্লাহর ইবাদত করতে হবে। বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে উন্নয়ন করছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার সৃষ্ঠি করেছে। যার মধ্যে অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান পৃষ্ঠাপোষকতায় বগুড়া জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল-রাজি জুয়েল, প্রধান আলোচক হিসেবে কারবালা মাদ্রাসার সাইকুল হাদিস হযরত মাওঃ কাজী ফজলুল করিম রাজু, বিশেষ অতিথি হিসেবে ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক ইন্সপেক্টর শফিকুল ইসলাম,তত্বাবধানে মোতাওয়াল্লী আলহাজ্ব নওশাদ-উর রহমান নিশান মন্ডল, আমন্ত্রনে বৃন্দাবনপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আজিজুল হক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাজমিলুর রহমান তমাল, বিশিষ্ট সমাজসেবক মানিক সরকার সহ আমন্ত্রীত অতিথি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর