May 8, 2024, 5:39 am

সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন রংপুর নগরীরতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের তদারকি পীরগঞ্জে   নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য রাঙ্গাবালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ ই মে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে প্রধান মন্ত্রী বরাবরে দরখাস্ত প্রদান গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত শেরপুর ময়মনসিংহ ঢাকা মহাসড়কের কাজ দ্রুত গতিতে চলছে সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য

বগুড়ায় দুইশত টাকার জন্য বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

শামীম হোসাইন, বগুড়া প্রতিনিধিঃঃ
বগুড়ার গাবতলীতে বন্ধুর পেটে ছুরিকাঘাত করে বন্ধুকে খুন করেছে বন্ধু । মাত্র ২শ’ টাকা ধারকে কেন্দ্র করে গত শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে বালিয়াদিঘী গ্রামে এঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে আহত আব্দুস ছালাম (১৮) কে (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত আনুমানিক ১০ টায় ঘোষনা করেন। হত্যাকারী জীবনকে থানা পুলিশ এলাকার একটি ঘাস ক্ষেত থেকে গ্রেফতার করেছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের সাজু প্রামানিকের ছেলে দিনমজুর আব্দুস ছালাম এবং তার বন্ধু পাশের বাড়ির আবুল হোসেনের ছেলে দিনমজুর জীবন মিয়া (১৯) মাত্র ২শ’ টাকা পেত এবং তাদের মধ্যে ভালো বন্ধুত্বও ছিল। ২শ’ টাকা ধার নেয়ার জের ধরে জীবন তার বন্ধু ছালামকে তাদের বাড়ির পাশে ২১ মে শুক্রবার রাত পৌনে ৯টায় ডেকে নিয়ে তার পেটের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর ছালামের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিলে রাত ১০ টায় আব্দুস ছালামকে মৃত ঘোষনা করেন। হত্যাকারী জীবনকে গাবতলী মডেল থানা ও বাগবাড়ি ফাঁড়ি পুলিশ অফিসারবৃন্দ কয়েক ভাগে টিম করে সারারাত অভিযান চালিয়ে অবশেষে গতকাল শনিবার দুপুর ১২টায় বালিয়াদিঘী এলাকার একটি ঘাস ক্ষেত থেকে জীবনকে গ্রেফতার করেছে। এব্যাপারে আব্দুস ছালামের পিতা সাজু প্রামানিক গতকাল শনিবার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। শনিবার লাশ মর্গে থেকে ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম হত্যাকান্ডের এবং আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর