May 11, 2024, 9:00 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটি কর্পোরেশনে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপনের ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ছিনতাইকারীও হয়ে উঠেছে ডাকাত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা নির্বাচনে জয়ী তিন প্রার্থী চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা কুড়িগ্রামের রাজারহাটে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে হঠাৎ বন্ধ সিএনজি: দুর্ভোগে চার উপজেলার সাধারণ মানুষ গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রোটিয়াদের সহজেই হারালো ভারত

প্রোটিয়াদের সহজেই হারালো ভারত

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক


সিরিজের প্রথম টেস্টের শেষ দিন ভারতের বোলিংয়ের সামনে টিকে থাকাই চ্যালেঞ্জ ছিল দক্ষিণ আফ্রিকার। বিশাখাপত্তনমে সেই চ্যালেঞ্জে ব্যর্থ হয়েছে প্রোটিয়ারা। তাদের সহজেই হারিয়ে দিয়েছে ভারত।

৩৯৫ রানের লক্ষ্যে খেলতে নামা প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে অলআউট করে দিয়েছে স্বাগতিকরা। ভারত জয় পেয়েছে ২০৩ রানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত চলছে দুরন্ত গতিতে। টানা তৃতীয় টেস্ট জিতলো বিরাট কোহলির দল। অবশ্য এই টেস্ট জয়ে প্রোটিয়াদের ব্যাটিং ধসের মূল হন্তারক ছিলেন পেসার মোহাম্মদ সামিই। আগের দিন মাত্র ৪ রানে প্রথম উইকেট হারানো প্রোটিয়ারা পঞ্চম দিনের প্রথম সেশনেই ছিটকে যায় টেস্ট থেকে। একে একে বিদায় নেন ৭জন।

দিনের শুরুর সাফল্য এনে দেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৯ রানে থিউনিস ডি ব্রুইনকে বোল্ড করেন। অশ্বিন একটি উইকেট নিয়েই টেস্টের দ্রুততম ৩৫০ উইকেট শিকারে মুত্তিয়া মুরালি ধরনের রেকর্ডে ভাগ বসিয়েছেন। শ্রীলঙ্কান কিংবদন্তিরও একই রকম মাইলফলক ছুঁতে লেগেছে ৬৬টি টেস্ট।

পরের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে প্রোটিয়াদের পুরোপুরি কোণঠাসা করে দেন পেসার সামি। বাভুমা, ফাফ দু প্লেসি ও কুইন্টন ডি কককে ফেরান বোল্ড করে! ওপেনার মারক্রাম তখনও ক্রিজে ছিলেন থিতু হওয়ার আশায়। কিন্তু তাকে ব্যক্তিগত ৩৯ রানে ফিরতি বলে ক্যাচ তুলে বিদায় দেন রবীন্দ্র জাদেজা।

জাদেজা আরও ‍দুই উইকেট তুলে নিলে একটা সময় জয়টা মাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল ভারতের। প্রোটিয়াদের তখন স্কোর ছিল ৮ উইকেটে ৭০! কিন্তু সেনুরান মুথুসামি ও ডেন পিয়েডটের ৯১ রানের জুটি ভারতের জয়টাকে বিলম্বিত করেছে আরও। পিয়েডটকে অবশেষে ৫৬ রানে বোল্ড করে এই জুটি ভেঙেছেন সামি। শেষ উইকেটে রাবাদা জুটি গড়ার চেষ্টা করলে তাকে ১৮ রানে গ্লাভসবন্দী করে দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে গুটিয়ে দিয়েছেন ভারতীয় এই পেসার। মুথুসামি ৪৯ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন সামি। বামহাতি স্পিনার জাদেজা নিয়েছেন ৪টি। ম্যাচসেরা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মা।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর