May 17, 2024, 3:30 am

সংবাদ শিরোনাম
রংপুর সদর প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানব্বন্ধন দিনাজপুরে দুই দিনব্যাপী পুষ্টি ও এগ্রোইকোলজি বিষয়ক কর্মশালা সম্পন্ন উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার! দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫ শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেক চেয়ারম্যাসহ আহত- ৫ র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৭ জন পরিবহন চাঁদাবাজ ও ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধিত হলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পায়রা বন্দরের নিজস্ব জেটিতে শুরু হয়েছে পন্য খালাস কার্যক্রম চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার

তাহিরপুরে টাঙ্গুয়া থেকে মেছো বাঘ আটক

কামাল হোসেন,   তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ওয়াল্ড হেরিটেজ রামসার সাইট টাঙ্গুয়ার হাওর থেকে গত ১০ মে শুক্রবার দুপুরে একটি মেছো বাঘ আটক করে স্থানীয় জেলেরা। টাঙ্গুয়ার  হাওরে অবস্থিত ওয়াচ টাওয়ারের আধা প্রায় কিলোমিটার পশ্চিম দিকে বাঘমারা কান্দা থেকে এ মেছো বাঘটি আটক করে  উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের বাসিন্দা জেলে আব্দুল মান্নান (৪২) এর বাড়িতে বেঁধে রাখা হয়।উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউ/পি সদস্য পাঠাবুকা গ্রামের বাসিন্দা জাকেরিন শিমুল জানান ,গতকাল সকালে গ্রামের আব্দুল মান্নান ও তার ছেলে আরাফাত (১২), মজু মিয়া (৪৫) ও তার ছেলে আলিফ নুর (১৫)সহ বেশ কয়েকজন মিলে দুপুরে  টাঙ্গুয়ার হাওরের বাঘমারা কান্দা এলাকায় মাছ ধরছিল সময়  হঠাৎ একটি মেছো বাঘ কান্দায় লাগানো করচ গাছ থেকে লাফ দিয়ে পানিতে পরে যেতে দেখেন তারা । এ সময় জেলেরা গিয়ে মেছো বাঘটি আটক করে এবং মন্নানের বাড়িতে এনে বেঁধে রাখে। পরে ইউনিয়ন সদস্য   জাকেরিন শিমুল বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করেন।বনবিভাগের স্থানীয় ধলের গাঁও বিট কর্মকর্তা বীরেন্দ্র কিশোর রায় এব্যাপারে  বলেন, বনবিভাগ প্রাণীটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঘটনাস্থলে পৌঁছেছে।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইমতিয়াজ বলেন, আমি সংবাদটি পেয়েই বনবিভাগকে খবর দিয়েছি প্রাণীটিকে উদ্বার করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য।
প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০১৯/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর