May 11, 2024, 9:21 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটি কর্পোরেশনে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপনের ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ছিনতাইকারীও হয়ে উঠেছে ডাকাত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা নির্বাচনে জয়ী তিন প্রার্থী চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা কুড়িগ্রামের রাজারহাটে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে হঠাৎ বন্ধ সিএনজি: দুর্ভোগে চার উপজেলার সাধারণ মানুষ গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমিতে ধান কাটার লক্ষ্যে কৃষি শ্রমিক পাঠালেন এসপি সৈয়দ নুরুল ইসলাম

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমিতে ধান কাটার জন্য কুমিল্লার থেকে কৃষি শ্রমিক পাঠালালেন এসপি সৈয়দ নুরুল ইসলাম। বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে জেলার সুযোগ্য পুলিশ সুপার মানব-প্রেমিক সৈয়দ নুরুল ইসলাম কৃষি শ্রমিকদের একটি বাসে তুলে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেন।চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত শ্রমিকরা বিভিন্ন কাজে কুমিল্লাসহ আস-পাশে শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন। করোনার পাদুর্ভাবে আটকে পড়া কর্মহীন সেই শ্রমিকদের দুরত্ব বজায় রেখে করোনার নিয়ম মেনে একত্রিত করেন পুলিশ সুপার। তার পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ দশটায় নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ডে থেকে ৪৩ জন কৃষি শ্রমিককে বিদায় জানান তিনি। যাত্রার সময় পুলিশ সুপারের পক্ষ থেকে তাদের প্রত্যেকের হাতে হ্যান্ড গ্লোভ, মাস্ক, সেনিটাইজারসহ পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়। বিষয়টি তদারকি করেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো:আব্দুল্লাহ্ আল মামুন।বিদায় লগ্নে চাঁপাইনবাবগঞ্জ জেলার, গরীব দুঃখী খেটে খাওয়া মানুষের পরম-বন্ধু সৈয়দ নুরুল ইসলাম এসপি কুমিল্লায় আটকে থাকা কর্মহীন কৃষি শ্রমিকদেরকে মহামারী করোনা ভাইরাস সচেতনতায় বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে যাবতীয় নিয়ম মেনে চলার উপরেও পরামর্শ প্রদান করেছেন। পরে কৃষি শ্রমিকরা তাদের কৃষি যন্ত্রপাতি নিয়ে বাসে আরোহন করেন যাত্রা শুরু করেন।এ বিষয়ে জেলার সুযোগ্য পুলিশ সুপার কুমিল্লা আপামর জনতার প্রানের স্পন্দন সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেন, মাঠে এখন ধান পেঁকে আছে, মাঠ থেকে ধান সংগ্রহ করা খুবই জরুরী। তাই করোনা সংক্রমনের এই সময়ে কৃষি শ্রমিক সংকট দূর করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমিতে ধান কাটার জন্য কৃষি শ্রমিক পাঠিয়েছি। তারা কুমিল্লাসহ আশপাশের এলাকায় কর্মরত ছিলেন এই মহামারীতে অনেকে আবার কর্মহীন হয়েও পড়েছিল। সার্বিক দিক বিবেচনা করেই সরকারী অনুমতি নিয়েই তাদেরকে ফসল কাটার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যপকভাবে সচেতন করা হয়েছে, প্রয়োজনে পর্যায়ক্রমে আরো কৃষি শ্রমিক পাঠানো হবে। এসময়টিতে ধান পেকে ফসলের মাঠ পরিপূর্ণ, তবে মাঝে মাঝেই হালকা বৃষ্টিপাত হচ্ছে। দূর্যোগ পরবর্তী সময়ে যেন খাদ্য সমস্যা না দেখা দেয় সে লক্ষ্যই আমরা এই উদ্যোগটি নিয়েছি।এ সময় কৃষি শ্রমিকদের বিদায় লগ্নে দুরত্ব বজায় রেখে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ এপ্রিল ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর