May 11, 2024, 8:54 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটি কর্পোরেশনে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপনের ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ছিনতাইকারীও হয়ে উঠেছে ডাকাত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা নির্বাচনে জয়ী তিন প্রার্থী চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা কুড়িগ্রামের রাজারহাটে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে হঠাৎ বন্ধ সিএনজি: দুর্ভোগে চার উপজেলার সাধারণ মানুষ গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

করোনা বিরতির পর জাতীয় দলে ডাক পাওয়া কে এই ফিনল্যান্ডের খেলোয়াড়?

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

করোনা বিরতির পর অক্টোবরে মাঠে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের খেলা শুরু হবে ৮ অক্টোবর।তার আগে ক্যাম্পের জন্য ৩৬ জনের প্রাথমিক জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।গতকাল ২৬ জুলাই ২০২০ ্বইং তারিখ রোববার ঘোষিত এই দলে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের ফুটবলারের তারিক রায়হান কাজী।বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় বলা হয় ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়াকে। তাকে ছাড়া জাতীয় দল এখন কল্পনাতীত। এবার তার সঙ্গী হতে চলেছেন এই ফিনল্যান্ডের ফুটবলার।ইতিমধ্যে তারিক রায়হান কাজীকে নিয়ে কৌতূহলের ঝড় উঠেছে। কে এই তারেক? হঠাৎ জাতীয় দলে কী করে যুক্ত হলেন? এমন প্রশ্ন দেশের ফুটবলপ্রেমীদের।জানা গেছে, ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী দেশটির সর্বোচ্চ পর্যায়ের ক্লাব টেম্পেরের ইলভেসের সদস্য। এই ক্লাবের হয়ে গত বছর ইউরোপা লিগের বাছাইপর্বে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।তারিক ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন।ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে হয়তো ফিনল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ পেতেন তারিক।তবে কি ফিনল্যান্ড থেকে তাকে উড়িয়ে আনা হয়েছে?জানা গেছে, ইউরোপে বড় হলেও শিকড়ের টানে বাংলাদেশকেই বেছে নেন তারিক। লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করতে চান এই দেশপ্রেমিক। তাই বাংলাদেশে এসে যোগ দিয়েছিলেন বসুন্ধরা কিংসে।এদিকে অধিনায়ক জামাল ভূঁইয়ার মতো ভালোমানের প্রবাসী ফুটবলার খুঁজছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তখনই তারিক কাজীর ওপর চোখ আটকে যায় কোচ জেমি ডের।আগের পারফরম্যান্স ও ঢাকায় খেলা ম্যাচের ওপর ভিত্তি করেই এই প্রবাসীকে ক্যাম্পে ডাকলেন জেমি।তার আগে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন তারিক।অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাকি চার ম্যাচের জন্য আগস্টের প্রথম সপ্তাহে যে ক্যাম্প শুরু হচ্ছে, সেখানে ৩৬ জনের প্রাথমিক দলে তারিককে ডেকেছেন জেমি ডে।এ খবর নিশ্চিত হওয়ার পর মোবাইল ফোনে তারিক কাজী জানান, এখানে আসার পর থেকেই বাংলাদেশের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্ন এবার পূরণ হচ্ছে। এখন মাঠে নামতে চাই।’বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের এই ফুটবলারের পৈতৃক বাড়ি নঁওগা। তবে ফিনল্যান্ডেই বড় হয়েছেন তিনি। তার বাবার নাম শাইদুল কাজী।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ জুলাই ২০২০/ইকবাল

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর