May 17, 2024, 3:29 am

সংবাদ শিরোনাম
রংপুর সদর প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানব্বন্ধন দিনাজপুরে দুই দিনব্যাপী পুষ্টি ও এগ্রোইকোলজি বিষয়ক কর্মশালা সম্পন্ন উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার! দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫ শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেক চেয়ারম্যাসহ আহত- ৫ র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৭ জন পরিবহন চাঁদাবাজ ও ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধিত হলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পায়রা বন্দরের নিজস্ব জেটিতে শুরু হয়েছে পন্য খালাস কার্যক্রম চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার
ছবি: সংগৃহীত

ইরানকে কড়া হুঁশিয়ারি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানকে কড়া হুঁশিয়ারি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকে

ছবি: সংগৃহীত

অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা ও ভাঙচুরের জন্য ইরানকে দায়ী করে তিনি এই হুঁশিয়ারি দেন।প্রেসিডেন্ট ট্রাম্প নতুন বছরের সূচনা প্রাক্বালে এক টুইট বার্তায় বলেন, ‘ইরানকে চরম মূল্য দিতে হবে’ । তিনি আরও বলেছেন, এটা কোন সতর্কতা না, হুমকি।গত রবিবার ইরাকের ইরান-সমর্থিত একটি শিয়াগোষ্ঠীর স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালে ২৫ জন যোদ্ধা নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হচ্ছে, বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্রের ধ্বংস হোক, ধ্বংস হোক’ স্লোগানে মার্কিন দূতাবাসে ঢোকার চেষ্টা করে। এ সময় তারা পানির বোতাল ছুড়ে মারে দূতাবাসের দিকে। এছাড়া দূতবাসের বাইরে চারপাশে যেসব নিরাপত্তা ক্যামেরা লাগানো ছিল, ঢিল ছুড়ে সেসব ক্যামেরা ভেঙে দেয়। তবে কারো হাতে অস্ত্র দেখা যায়নি।গত সপ্তাহে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হওয়ার বদলা হিসেবে এই হামলা বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়। কেননা, হামলার জন্য ওই শিয়া গোষ্ঠীকে দায়ী করছে যুক্তরাষ্ট্র।বাগদাদের পাশের ঐ এলাকায় মার্কিন হামলায় যেসব যোদ্ধা নিহত হয়েছিল, তাদের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর গতকাল বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে উপস্থিত হয়ে সেখানে হামলা চালায়। ইরাকের ব্যাপক নিরাপত্তা বেষ্টনী দিয়ে তৈরি ‘গ্রিন জোনে’ মার্কিন দূতবাস অবস্থিত। বিবিসি, আল জাজিরা।

প্রাইভেট ডিটেকটিভ/০১জানুয়ারি ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর