May 9, 2024, 5:07 am

স্বরূপকাঠীর সেই গরীবের ডাক্তার আর নেই

পিরোজপুর জেলা প্রতিনিধি:
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) সার্বক্ষনিক সেবাদানকারী গরীবের ডাক্তার নির্মল চন্দ্র মিস্ত্রী (৮২) আর নেই। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার বর্গসহ শোক নেমেছে উপজেলার ফারিয়াসহ গোটা ঔষধ ব্যবসায়ীদের মধ্য। মৃত্যুকালে তিনি তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।গরীবের ডাক্তার নামে খ্যাত বাবু নির্মল চন্দ্র মিস্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বরূপকাঠি ঔষধ ব্যবসায়ী সমিতি, ফারিয়া এ্যাসোশিয়েসনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে স্বরূপকাঠীর নিজ বাড়ীতে সমাহিত করা হয়।বাবু নির্মলের বাড়ী উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের লক্ষনকাঠি গ্রামে। তিনি দীর্ঘ ৬০ বছর ধরে স্বরূপকাঠি বাজারের তেজপাতা পট্টি আমিনা ফার্মেসীতে ঔষধ বিক্রি করেছেন।
উল্লেখ্য, নির্মল বাবু ঔষধ বিক্রির পাশাপাশি বিনা ফিতে বিশেষ করে সাধারণ মানুষদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আসতেন। রাত বিরাতে মানুষের প্রয়োজণের জন্য তিনি একমাত্র গোছল খাওয়া বাদে দিনের ২৪ ঘন্টাই ওই দোকানে বসে মানুষদের সেবা দিতেন। মানুষের প্রয়োজনে গভীর রাতেও যদি একটি ট্যাবলেরও প্রয়োজন হতো তাহলে তিনি ঘুম থেকে উঠে ঔষধ দিতেন। আর জন্যই তাকে গরীবের ডাক্তার সম্বোধন করে ডাকা হতো।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ জানুয়ারি ২০২০/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর