May 8, 2024, 10:21 pm

সুস্থ সংস্কৃতির মাধ্যমে অপসংস্কৃতি দূর হবে; ভাইস চেয়ারম্যান কয়েছ

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষে “ভোরের পাখি সাংস্কৃতিক ফোরাম” সংগঠন সংগঠিত হয়। ফোরামের অফিস উদ্বোধন হয় ৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায়।এসময় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন- সুস্থ সংস্কৃতির মাধ্যমে অপসংস্কৃতি দূর হবে। নিষিদ্ধ পল্লীতে জন্ম নেয়া কিছু গায়ক শীতকালীন সময়ে হাওরাঞ্চলে গান বাজনা করে, সাথে অপসংস্কৃতিময় কার্যক্রম ও হয়, যা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এসব দূর করার জন্য সুস্থ সংস্কৃতির প্রয়োজন; প্রয়োজন একদল তরুণ সাংস্কৃতিক প্রেমী সংগঠনের। যার মাধ্যমে নতুন প্রজন্মকে আলোর মুখ দেখাবে।তিনি আরোও বলেন- আমাদের প্রয়োজন সাধ্যানুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করা।
তিনি তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের উত্তর উত্তর কামনা করেন।সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক এম এ মান্নানের সভাপতিত্বে এবং মাওলানা মাসুক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেম্বার কামাল উদ্দিন আহমদ, গুরকচি মাদরাসার প্রেন্সিপাল মাওলানা মুশতাক আহমদ, নিয়াগুল মাদরাসার প্রেন্সিপাল মাওলানা মাওলানা সিফাত উল্লাহ, মাওলানা রফিক আহমদ জাতুগ্রামী, যুবনেতা মাওলানা আবুল হাসানাত, বিলাল আহমদ মাসুম, আখলাকুল আম্বিয়া, সীমান্তের আহ্বানের সহ-সম্পাদক ও প্রকাশক আবু তালহা তুফায়েল, মাওলানা আদিল, মাওলানা ইয়াসিন, মাওলানা ইব্রাহিম, সংগঠনের পরিচালক আব্দুশ শহিদ প্রমুখ।

.প্রাইভেট ডিটেকটিভ/০৬ ডিসেম্বর ২০১৯/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর