May 8, 2024, 7:20 pm

সংবাদ শিরোনাম
রগ কেটে যুবক হত্যা, গ্রেফতার ৪ বিধিমালা উপেক্ষিত পটুয়াখালীতে ইউসিসি’র পকেট কমিটি গঠনের অভিযোগ ভোলায় জেলার শ্রেষ্ঠ ওসি শাহিন ফকির সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন রংপুর নগরীরতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের তদারকি পীরগঞ্জে   নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য রাঙ্গাবালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ ই মে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে প্রধান মন্ত্রী বরাবরে দরখাস্ত প্রদান

সুন্দরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

প্রতিকি ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম করিব মুকুল’র বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দির্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে ইউপি সদস্যদের না জানিয়ে নিজ ইচ্ছামত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাচ্ছেন। যার  ফল শ্রুতিতে কোন প্রকার মাসিক মিটিং  আহবান করেন না। বিভিন্ন উৎস থেকে আয়ের সমুদয় অর্থ নিজ ইচ্ছামত অদৃশ্যত ব্যয় দেখিয়ে আত্মসাৎ করছেন। সংশ্লিষ্ট পরিষদের আয় ছাড়াও উপজেলা পরিষদ থেকে বরাদ্দকৃত যে সকল টাকা আসে যেমন- ভ‚মি উন্নয়ন কর, হাট-বাজার ইজারা, এডিপি, নন-ওয়েজ ইত্যাদি ক্ষেত্রে ওয়ার্ড সদস্যগণকে অবহিত না করে ভ‚য়া রেজুলেশনের মাধ্যমে এসব টাকা উত্তোলণ পূর্বক আত্তসাৎ করেন। ইউপি চেয়ারম্যান স্থানীয়ভাবে উত্তোলিত বাড়ির ট্যাক্স, ট্রেড লাইসেন্স, গাছ বিক্রির টাকা একইভাবে আত্মসাৎ করছেন। এছাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ল্যাপটপ, ফ্রিজ, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণাদি নিজ বাড়িতে রেখে আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছেন। মর্মে ইউপি’র সকল সদস্যগনের পক্ষে এরশাদ মিয়া নামে এক সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেন। এ নিয়ে মোবাইলফোনে কথা হলে ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল জানান, একটি কালভার্ট নির্মাণের ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১১ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর