May 8, 2024, 8:26 pm

সংবাদ শিরোনাম
রগ কেটে যুবক হত্যা, গ্রেফতার ৪ বিধিমালা উপেক্ষিত পটুয়াখালীতে ইউসিসি’র পকেট কমিটি গঠনের অভিযোগ ভোলায় জেলার শ্রেষ্ঠ ওসি শাহিন ফকির সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন রংপুর নগরীরতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের তদারকি পীরগঞ্জে   নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য রাঙ্গাবালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ ই মে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে প্রধান মন্ত্রী বরাবরে দরখাস্ত প্রদান

সুনামগঞ্জে খাদ্যবান্ধবের কর্মসূচির চাল পাচার কালে ৬৮ বস্তা চাল উদ্ধার, আটক ৪ জন

কামাল হোসেন, সুনামগঞ্জ::
 খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল কালো বাজারে পাচার কালে পুলিশ অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলায় থেকে ৬৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে  কালো বাজারে সরকারি চাল বিক্রির সাথে জড়িত  দোয়ারা বাজার উপজেলায় পান্ডারগাঁও গ্রামের আনোয়ার হোসেন আনু ও মাসুক আলম। এবং
তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের প্রভাত ও হেলালসহ ৪ জনকে গ্রেফতার  করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার(৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারে   সরকারী খাদ্যবান্ধব কর্মসূচি চাল কালো বাজারে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই দীপংকরসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে লামাগাঁও বাজার থেকে ৩০ কেজি ওজনের ১০ বস্তা চালসহ প্রভাত ও হেলাল নামের ২জনকে এবং অপরদিকে দোয়ার বাজার থানা পুলিশ অভিযান চালিয়ে দোয়ারাবাজার উপজেলায় ৩০ কেজি  ওজনের ৫৮ বস্তা চালসহ পান্ডারগাঁও গ্রামের আনোয়ার হোসেনের আনু ও মাসুক আলমকে হাতেনাতে জনকে আটক করে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার ও দোয়ারা বাজার থানার ওসি নাজির আলম বলেন,
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে তাহিরপুর ও দোয়ারা বাজার থানায়  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর