May 8, 2024, 8:06 pm

সংবাদ শিরোনাম
রগ কেটে যুবক হত্যা, গ্রেফতার ৪ বিধিমালা উপেক্ষিত পটুয়াখালীতে ইউসিসি’র পকেট কমিটি গঠনের অভিযোগ ভোলায় জেলার শ্রেষ্ঠ ওসি শাহিন ফকির সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন রংপুর নগরীরতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের তদারকি পীরগঞ্জে   নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য রাঙ্গাবালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ ই মে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে প্রধান মন্ত্রী বরাবরে দরখাস্ত প্রদান

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাঙ্গালী শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার  সকালে রতন সাহা  শ্রমিক মো.জাকির সরদার বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এদিকে একই দিনে হারুন গ্রুপের শ্রমিক মো.শাহাদাৎ বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে আরো একটি মামলা দায়ের করেন। পুলিশ তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাঙ্গালী দুই গ্রুপের শ্রমিকের সংঘর্ষের ঘটনায় তাৎক্ষনিক ভাবে নয় জনকে আটক করেছেন।
আটককৃতদের মধ্যে উভয় গ্রুপের নজমুল হোসেন, সুমন মিয়া, মাহতাব হোসেন, জসিম উদ্দিন, সুজন মিয়, সাইফুল ইসলাম, আব্দুল কাদের, মো. আনোয়ার হোসেন, জাকির আকনকে আদালতে প্রেরন করেছে পুলিশ।
বুধবার শেষ বিকেলের দিকে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধিন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাঙ্গালী শ্রমিকদের সংঘর্ষে তিন জন আহত হয়েছে। এরা হচ্ছে শাহাদাৎ হোসেন,হাফিজুর রহমান ও জাকির হোসেন। এদের মধ্যে শংকটপন্ন অবস্থায় হাফিজুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে চিকিৎসক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯ জন শ্রমিককে আটক করেন।
কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জানুয়ারি ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর