May 8, 2024, 8:30 pm

সংবাদ শিরোনাম
রগ কেটে যুবক হত্যা, গ্রেফতার ৪ বিধিমালা উপেক্ষিত পটুয়াখালীতে ইউসিসি’র পকেট কমিটি গঠনের অভিযোগ ভোলায় জেলার শ্রেষ্ঠ ওসি শাহিন ফকির সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন রংপুর নগরীরতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের তদারকি পীরগঞ্জে   নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য রাঙ্গাবালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ ই মে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে প্রধান মন্ত্রী বরাবরে দরখাস্ত প্রদান

তাহিরপুরে তরমুজ চাষে শতাধিক কৃষকের ভাগ্য বদল

কামাল হোসেন, তাহিরপুর(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়েছে চাষীরা।এ উপজেলায় এবছর তরমুজের ভাম্পার ফলন হওয়ায় যেমন বেজায় খুসি তরমুজ চাষিরা তেমনি তরমুজ চাষ করে নিজেদের ভাগ্য বদলানোর কথা জানিয়েছে প্রায় শতাধিক কৃষক। তরমুজ চাষিরা জানায়, এ বছর তরমুজের দাম কম থাকায় এবং তরমুজের ভাম্পার ফলন হলেও প্রান্তকি চাষিরা তাদের উৎপাদিত তরমুজ দেশের বিভিন্ন হাট বাজারে নিয়ে গিয়ে নিজে বিক্রয় করতে না পারায় এ বছর তেমন সুফল ভোগ করতে পারছেন না বলে তার জানায়। । জানাযায়, জেলার তাহিরপুর উপজেলার উত্তরাঞ্চল খ্যাত বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় ও বিন্নাকুলি গ্রামের যাদুকাটা নদীর র্পূব তীরে সংলগ্ন জমি গুলো অতিথে উপজেলার সীমান্ত নদী যাদুকাটার উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের সাথে নেমে আসা বালি পড়ে ধুধু বালি ছড়ে পরিনত হয়ে ছিল। কিন্তু কয়েক বছর ধরে পাহাড়ী ঢলের সাথে ওই জমি গুলোতে পলি পড়ার কারণে এবছর যাদুকাটা নদীর তীরসহ ছোট-বড় কয়েটি হাওরে ২/৩ বছর যাবৎ তরমুজের চাষ করে ভাম্পার ফলন পেয়ে চাষিদের চোখে মুখে যেন নতুন স্বপ্ন ফুটে উঠছে। তেমনি অতীতের চেয়ে তাদের উৎপাদিত তরমুজ বিকি করে জীবন মান উন্নয়নের নতুন স্বপ্নে জীবন গড়ার আশার আলো পিওে পয়েছে। যাদুকাটা নদীর তীরসহ পুরো হাওর জুড়ে চোখ জুড়ানো সবুজ ঘাষের বুকে এ যেন বিধাতার নিজের হাতে গড়া সাজিয়ে রাখা তরমুজের সারি , মনে হয় তরমুজের নিরব মিছিল কি অদ্ভুদ প্রকৃতির এ সৃষ্টিকর্ম। তাহিরপুর কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড়,লামাশ্রম, জঙ্গালহাটি, বিন্নাকুলি, মোদেরগাঁও ও করিমপুর এলাকাকে ঘিরে জাঙ্গাল ও বুরবুরিয়া হাওরে ১৫০ হেক্টর জমিতে তরমুজের চাষ করেছে।দেশে বিভিন্ন জেলার তরমুজ চাষীদের বাজারজাত করার পূর্বেই তাহিরপুরের তরমুজ চাষীরা সফল উৎপাদনের লক্ষমাত্রা অর্জন করে তাদের আনেক আগেই গ্লোরী.জাম্বু,ওরিয়ন,বাংলালিংকও ড্রাগন জাতীয় বিদেশী তরমুজ বাজার জাতের সক্ষমতা র্অজন করেছে। এবং বাজারে বিক্রিয় করছেন। তরমুজ চাষী মারফত আলী, মিলন, ফারুক সহ অন্যান্য চাষীদের সাথে কথা বলে জানা যায় চলতি বৎসরে তাহিরপুর কৃষি অফিসের প্রযুক্তিগত সহায়তায় তরমুজ ফলনে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। প্রতি একর ভূমিতে ২০ হতে ২৫ হাজার টাকা খরচ করে আনুমানিক ৪ হাজার তরমুজ উৎপাদিত হয় যার আনুমানিক বিক্রয় মূল্য ৩/৪ লক্ষ টাকা।কিন্ত ব্যাপক আকারে তরমুজ চাষও দ্বীগুন ফলনের ফলে এবছর বাজার দাম কমে যায়। তবে কৃষকদের উপর এর প্রভাব পড়েনি কারন উন্নত প্রযুক্তি সহায়তার ফলে তরমুজ উৎপাদনে পূর্বের খরচের চেয়ে বর্তমানের খরচ কমে এসেছে এবং তরমুজের ফলন এবছর ভাল হওয়ার করণে। যদিও ঠান্ডা জনিত কারনে কোন কোন ক্ষেত্রে উৎপাদনে সামান্য পরিমানে ক্ষতি হলেও মারাত্মক কোন ক্ষতির সম্মুখিন হতে হয়নি চাষিদের। কারন স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে তরমুজ রোপন ও ফলনের সময় টিএসপি,এমওপি সুপার জিপসাম সার ফলনের পর জিংক মনো, ছত্রাক নাশক,মাকড় নাশক ওকীটনাশক ব্যবহার করেছিলেন।চাষীদের মতে দেশের বাহির থেকে যেসব বীজ আমদানী হয় তা চলতি বছরে সময় মত হাইব্রীট জাতীয় বিভিন্ন বীজ পাওয়ায় পূর্বের চেয়ে ফলন বেশি হয়েছে। শকেরবশে তরমুজ চাষি বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও লামশ্রম গ্রামর বোরহান উদ্দিনসহ অনেকেই এ বছর তরমুজের বাম্পার ফলন পেয়ে বেজায় খুসি। তরমুজ চাষি বোরহান উদ্দিন বলেন, আমি এ বছর ৫ কেয়ার(৩০ শতকে এক কেয়ার) জমিতে তরমুজ চাষ করেছি। আমর প্রায় ১ লক্ষ টাকার মত খরছ হয়েছে। এবছর তরমুজে তেমন কোন রোগ বালাই না থাকায় এবং ভাল ফলন হওয়ায় খরছ বাদেও আমার প্রায় দেড় থেকে ২ লাখ টাকার মত লাভ হবে। তাহিরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, সময়মত নানান জাতীয় হাইব্রিটবীজপাওয়ায় ও প্রাকৃতিক কোনরুপ প্রতিবন্ধকতা না থাকায় এবছর তরমুজের ফলন ভালো হয়েছে বিপণন সুবিধা পেলে চাষীরা ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি তরমুজ চাষে আরো বেশি উৎসাহিত হবে এবং উৎপাদনও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, উপজেলার কৃষি কর্মকর্তাদের র্সাবক্ষনিক নজর ধারিতে জাঙ্গাল হাওর সহ বেশ কয়েকটি হাওরে এবার তরমুজের ভাম্পার ফলন হয়েছে। তবে এখানে যদি সরকারিভাবে সেচের ব্যবস্থা করা যেত তাহলে ফলন আরও ভাল হত এবং কৃষকরা তরমুজ চাষে আরও উদ্ভোদ হত।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৮মার্চ২০১৮/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর