May 9, 2024, 3:47 am

গভীর রাতে বসত ঘরের দরজা ভেঙ্গে গুলি করেছে দূর্বৃত্তরা

গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃঃ
খাগড়াছড়ির গুইমারায় দূর্বৃত্তরা বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে, ঢুকে গুলি করে জেন্দ্র ত্রিপুরাকে।গুলি কারার পর লাঠি দিয়ে মাথায় বেসামাল ভাবে আঘাত করে এরপর মর্মূষ অবস্থায় রশি দিয়ে বেধে ঝুলিয়ে লাশটিও নিয়ে গেছে ওই দূর্বৃত্তরা।সোমবার রাত বারোটার সময়  উপজেলার ফেরকারবারী পাড়ায় এঘটনাটি ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ,নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনা স্থলে যায়। আশ পাশের এলাকায় অনেক খোজা  খুজি করেও সন্ধান পায়নি জেন্দ্র ত্রিপুরার লাশের।শুধু ঘরের মেঝেতে পড়ে রয়েছে  তাজা রক্ত,দরজায় দেখা যাচ্ছে গুলির ঝাঝরা চিহৃ।বসে রয়েছে ভীত,শোকাহত পরিবারের সদস্যরা।
জেন্দ্র ত্রিপুরার স্ত্রী পলিন্দ্রি ত্রিপুরা জানান, রাত বারোটার সময় একদল মুখোসধারী সন্ত্রাসী অস্ত্রসহ এসে প্রথমে দুই রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরে গাছের লাঠি দিয়ে  দরজা ভেঙ্গে ঘরে ডুকে এলাপাতাড়ি গুলি ছুড়ে।একপর্যায়ে জেন্দ্র ত্রিপুরা গুলি বিদ্ধ হয়্ ।এরপর লাঠি দিয়ে মাথায় আঘাত করে তারা এরপর মর্মূষ অবস্থায় রশি দিয়ে বেধে লাঠিতে ঝুলিয়ে তার স্বামীর লাশটিও নিয়ে গেছে ওই  দূর্বৃত্তরা।
তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা।স্থানীয়দের জানামতে  জেন্দ্র ত্রিপুরা ইফপিডিএফর সাবেক সদস্য ছিলেন।অস্ত্র আইনে জেন্দ্র ত্রিপুরা ৬ বছর হাজত বাসের পর বাড়িতে এসে আপন বড় ভাইয়ের মেয়েকে র্ধষনের অপরাধে নারী শিশু আইনে আবার দশ মাস  হাজত বাস করে ।এরপর জামিনে এসে ওই মামলা গুলোতে সে  বারো বছর পলাতক রয়েছে সে।
আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক ক্যালাচিং মারমা জানান, জেন্দ্র ত্রিপুরা কখনো ইউপিডিএফের সদস্য ছিলোনা।এ ঘটনার সাথে তারা জড়িত নয়।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রামগড়(সার্কেল) ফরহাদ মাজহার বলেন পুরিম ঘটনাস্থরে গিয়েছে।তদন্ত পুর্বক ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর