May 9, 2024, 2:57 am

এবার মরুপ্রাণি দুম্বা উঠবে দিনাজপুরে !

দিনাজপুর সংবাদাতা সৈয়দ ইমরুল কায়েস রুপমঃ
এবারই প্রথম দিনাজপুরের কোরবানীর হাটে বিক্রি হবে মরুভূমির প্রাণি দুম্বা।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জহুরা অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল হান্নান শখের বশে ২০১৯ সালে ভারতের রাজস্থান থেকে ৬টি দুম্বা এনেছিলেন।
তিনি অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে ও পরম যত্নে লাল পালন করছিলেন মরুভূমির প্রাণি দুম্বাগুলোকে। গত দু বছরে তার খামারে এখন দুম্বার সংখ্যা ৫০টি। রামদাস পাড়ায় তিনি গড়ে তুলেছেন দুম্বাদের জন্য একটি খামার। একটি দেখার জন্য আসছে দুর-দুরান্ত থেকে মানুষ।
এবারই প্রথম কোরবানীর হাটে বেচা-কেনার জন্য দুম্বা আনা হয়েছে। খামারী আব্দুল হান্নান আশা করেন আগ্রহীরা দুম্বা কোরবানীর জন্য ক্রয় করবেন। একটি দুম্বা ৭০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হবে বলে তিনি আশাবাদী।
মরু অঞ্চলের প্রাণি দুম্বা পালনে তিনি পরিবেশ ঠিক রেখে সব ধরনের ব্যবস্থা নেন। খাদ্য হিসেবে নেপিয়ার ঘাসের পাশাপাশি বিভিন্ন গো-খাদ্য দেওয়া হয়। ৫০টি দুম্বা দেখাশোনার জন্য রয়েছে কয়েকজন কর্মী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাগণ।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর