May 16, 2024, 9:20 pm

সংবাদ শিরোনাম
উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার! দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫ শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেক চেয়ারম্যাসহ আহত- ৫ র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৭ জন পরিবহন চাঁদাবাজ ও ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধিত হলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পায়রা বন্দরের নিজস্ব জেটিতে শুরু হয়েছে পন্য খালাস কার্যক্রম চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার জৈন্তাপুরে রৌদ্রজ্জ্বল ফুটবল মাঠে বজ্রপাতে ফুটবলার নিহত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

পুঁজিবাজারে দরপতনে সপ্তাহ শুরু

পুঁজিবাজারে দরপতনে সপ্তাহ শুরু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দরপতনে সপ্তাহ শুরু করল বাংলাদেশের পুঁজিবাজার।

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ২০০ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৮১২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ৩৯ কোটি ৭৯ লাখ টাকা বেশি।

বৃহস্পতিবার এই বাজারে ৭৭২ কোটি ৯৮ লাখ টাকা লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৪৭টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৮ দশমিক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৬৩ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২০ পয়েন্টে। আর ডিএস৩০ ১ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন বৃহস্পতিবারে তুলনায় ১৪ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬ টির, কমেছে ১৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

লেনদেন হয়েছে ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬ টির, কমেছে ১৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর