May 16, 2024, 11:41 am

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার জৈন্তাপুরে রৌদ্রজ্জ্বল ফুটবল মাঠে বজ্রপাতে ফুটবলার নিহত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড রংপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগে আরডিএফএ’র সংবাদ সম্মেলন ধরমপুর ইউনিয়ন সাতবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন আলহাজ্ব কামারুল আরেফিন এমপি ভাটি বাংলার ফকির চাচাখ্যাত” কালজয়ী সাংবাদিক ফকির কালাশাহ ওসমানী হাসপাতালে ভর্তি পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ স্বজনদের মিঠাপুকুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ জন উখিয়ায় র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্য ধ্বংস করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগনের প্রশিক্ষণ কর্মশালা

বেরোবিতে নানান আয়োজনে“রোকেয়া দিবস”পালিত

রংপুর অফিসঃ
বেগম রোকেয়াবিশ্ববিদ্যালয়েযথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস-২০১৮ পালনকরাহয়েছে।রবিবার (৯ ডিসেম্বর ২০১৮) সকালসাড়ে ১০টায় দিবসটিউপলক্ষে নানাকর্মসূচিরউদ্বোধনকরেনবিশ^বিদ্যালয়েরভাইস-চ্যান্সেলর প্রফেসরডক্টরনাজমুলআহসানকলিমউল্লাহ।দিবসেরশুরুতেইবিশ্ববিদ্যালয়ের খেলারমাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রারমধ্যদিয়ে দিনেরকর্মসূচিশুরুহয়এবং একই স্থানে রোকেয়াবই মেলা ও রোকেয়া’রবই প্রদর্শনী, আলোচনাঅনুষ্ঠানের পর তাৎক্ষণিককুইজপ্রতিযোগিতাএবং রোকেয়ারগল্পঅবলম্বনে নাটিকারমধ্যদিয়ে কর্মসূচিরসমাপ্তিটানাহয়। শোভাযাত্রা ও আলোচনাঅনুষ্ঠানছাড়াওমহীয়সী বেগম রোকেয়ার স্মৃতিরপ্রতিশ্রদ্ধাজানাতেতাঁর অস্থায়ীপ্রতিকৃতিতেপু®পস্তবকঅর্পণকরাহয়। এছাড়াওদিবসটিউপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটিজাতীয় দৈনিকেবিশেষ ক্রোড়পত্র বেরকরাহয় ।
উইমেনঅ্যান্ড জেন্ডার স্টাডিজবিভাগেরপ্রভাষককুন্তলা চৌধুরীরসঞ্চালনায়‘বেগম রোকেয়ার স্বদেশ ভাবনা’শীর্ষকআলোচনাসভাঅনুষ্ঠিতহয়। সভায়প্রধানঅতিথি ছিলেনবিশ্ববিদ্যালয়েরভাইস-চ্যান্সেলর প্রফেসরডক্টরনাজমুলআহসানকলিমউল্লাহ। এতে সভাপতিত্ব করেন রোকেয়াদিবসআয়োজককমিটিরআহবায়ক প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেনএবংদিবসেরআলোচনায়মূলপ্রবন্ধ উপস্থাপনকরেনবাংলাবিভাগের প্রফেসর ড. সরিফাসালোয়াডিনা। এসময়আলোচনায় অংশ নেন কলাঅনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবুকালাম মোঃফরিদ উলইসলাম, বিজ্ঞানঅনুষদের ডিন ও শিক্ষকসমিতিরসভাপতি প্রফেসর ড. মোঃগাজীমাজহারুলআনোয়ার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস-এরপরিচালক প্রফেসর ড. আরএমহাফিজুররহমান, উইমেন এন্ড জেন্ডার স্টাডিসবিভাগেরসহকারীঅধ্যাপক মোঃহুমায়ুনকবীরসহ বেরোবিছাত্রলীগের নেতৃবৃন্দ এবংসাধারণশিক্ষার্থী।আলোচনাসভায় বক্তারা মহীয়সী‘বেগম রোকেয়ার স্বদেশ ভাবনা’নিয়েআলোচনাকরেন। এছাড়াওজনসংযোগ, তথ্য ও প্রকাশনাবিভাগেরপ্রশাসকএবংবাংলাবিভাগের প্রফেসর ড. সরিফাসালোয়াডিনাএর‘বেগম রোকেয়ার স্বদেশ ভাবনা’শীর্ষকএকটিপ্রবন্ধ ক্রোড়পত্রে স্থান পেয়েছে। এদিকে রোকেয়াদিবসেরবর্ণাঢ্য র‌্যালিসহসকলকর্মসূচিতেবিশ্ববিদ্যালয়েরবিভিন্নবিভাগেরশিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহঅতিথিরা অংশ নেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর