May 2, 2024, 3:20 am

সংবাদ শিরোনাম
নাটোরে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার কুড়িগ্রামে দুপুরের খাবার খেতে আসার পথে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের পটুয়াখালীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু কুড়িগ্রামে মহান মে দিবস পালিত কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন রংপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সন্মেলন অনুষ্ঠিত র‍্যাবের বিশেষ অভিযানে রাজশাহীর দামকুড়ায় ৩৯ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার রংপুর চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

সুন্দরগঞ্জের বন্যা সহনশীলতা বিষয়ক মতবিনিময়

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলাসহ দেশে বন্যা সহনশীলতা বিষয়ক মতবিনিময় সভানুষ্ঠিত হয়েছে।
সোমাবার জেলা শহরের নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র’র (জিইউকে) হলরুমে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’র সহযোগিতায় বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা ‘এসোড’ ফ্লাড রেজিলিয়েন্স বা বন্যা সহনশীলতা প্রকল্পের আয়োজনে এ মতবিনিময় সভানুষ্ঠিত হয়। এতে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বন্যা কবলিত মানুষের জীবনে বন্যা যাতে নেতিবাচক প্রভাব না ফেলে। এ লক্ষ্যকে সামনে রেখে বন্যা সহনশীলতা উন্নয়নে কমিউিনিটিকে সরাসরি সর্ম্পূক্ত করে প্রকল্পটি কাজ করছে। স্থানীয় পর্যায়ে বন্যা সহনশীলতা চর্চার উন্নয়নের দক্ষতাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করায় এ খাতে বরাদ্দ বৃদ্ধি, জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালার পরিবর্তন নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সর্ম্পৃক্ততা তৈরি করেছে। এ বিষয়ে সহনশীলতা ও বন্যা কবলিত মানুষের জীবন-মানোন্নয়ন ভূমিকা নিয়ে বিষদ মতামত ও আলোচনা করা হয়। এতে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন- গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ  সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, বৈশাখী  টিভির  জেলা প্রতিনিধি বিপ্লব মিয়া, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের হেড অব চর এন্ড কোস্টাল প্রোগ্রাম, সৈয়দ মাহমুদ রিয়াদ, ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার রুবেল তালুকদার, কমিনিউকেশন কো-অর্ডিনেটর আফরুজা শারমীন, ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ওহিদুল ইসলাম, এসোড’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এমদাদুল  হক, ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শাহীন আহম্মেদ ও ফিল্ড অফিসার মোক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি গৌতমাশীষ গুহ সরকার, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মামুন, আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দেশ রূপান্তর জেলা প্রতিনিধি রওশন আলম পাপুল, প্রান্তিক টিভির প্রতিনিধি আব্দুল মুনতাকিন জুয়েল ও দৈনিক আজকের জনগণ পত্রিকার স্টাফ রিপোর্টার কার্তিক চন্দ্র বর্মন, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সহ-সাধারন সম্পাদক নুরুল আলম ডাকুয়া প্রমূখ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর