May 4, 2024, 4:57 pm

সংবাদ শিরোনাম
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে মে দিবস পালিত নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে চাঁদাবাজ চক্রের ১১ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সুন্দরগঞ্জে কিশোরীর মৃতদেহ উদ্ধার রংপুরে গংগাচড়ায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ সান্তাহারে পৌর শ্রমিক দলের মহান মে দিবস পালিত চিলমারীতে ৭ম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থী উদ্ধার করলো পুলিশ কুড়িগ্রামে তৃষ্ণার্ত পথচারীদের পানি-স্যালাইন বিতরণ পুলিশের সমস্যায় জর্জরিত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যন্ত্রপাতি,নেই টেকনিশিয়ান

রংপুরে র‌্যাবের অভিযানে মিনি ট্রাক ও ৫৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুরে র‌্যাব-১৩ এর অভিযানে মহিপুর গ্রামস্থ মিল্কভিটা অফিস সংলগ্ন এলাকা থেকে ৫৯ কেজি শুকনা গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন বলে র‌্যাব-১৩ সুত্রে জানা যায় । বুধবার (১৩ মে) ২০২০ ইং সকালের দিকে মহিপুর গ্রামস্থ মিল্কভিটা অফিস সংলগ্ন রংপুর গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে মিল্কভিটা অফিসের সামনে অভিযান পরিচালনা করে এই মাদক ব্যাবসায়ীকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে র‌্যাব-১৩ মিডিয়া অফিসার (এএসপি) সিদ্দিক আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেন, গোপন সংবাদের ভিওিতে র‌্যাব রংপুরের ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার সকালে রংপুর জেলা গঙ্গাচড়া থানাধীন মহিপুর গ্রামস্থ মিল্কভিটা অফিস সংলগ্ন মহিপুর থেকে রংপুর গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে মিল্কভিটা অফিসের সামনে সন্দেহ ভাজন ১টি মিনিট্রাক তল্লাশী করে। তল্লাশী চলাকালে আটককৃত মিনিট্রাক এর পিছনের  খালি ক্যারেটের ভিতরে লুকানো অবস্থায় ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সময় এর সাথে জড়িত মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (২৮), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং- শুভার কুটি, পোষ্ট- হলোখানা, থানা ও জেলা- কুড়িগ্রামকে হাতে নাতে গ্রেফতার করা হয়।তিনি আরও বলেন, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কুড়িগ্রাম থেকে বোঝাই হওয়া গাঁজা বগুড়াতে সরবরাহ করার কথা ছিল। এছাড়াও সে মিনিট্রাকে কাঁচামাল পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ত আছে বলেি সে স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি এও বলেন, র‌্যাব-১৩ প্রতিষ্ঠালগ্ন থেকেই যে কোন ধরনের সন্ত্রাসী, অপরাধী, অপহরণকারী, জঙ্গি গ্রেফতার, অবৈধ অস্ত্র, মাদক, অপহৃত ভিকটিম উদ্ধারসহ রাষ্ট্র ও সমাজব্যবস্থার বৈরী যে কোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করে থাকে। তার’ই ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ মে ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর