May 2, 2024, 3:52 am

সংবাদ শিরোনাম
নাটোরে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার কুড়িগ্রামে দুপুরের খাবার খেতে আসার পথে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের পটুয়াখালীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু কুড়িগ্রামে মহান মে দিবস পালিত কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন রংপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সন্মেলন অনুষ্ঠিত র‍্যাবের বিশেষ অভিযানে রাজশাহীর দামকুড়ায় ৩৯ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার রংপুর চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

মৌলভীবাজারে জাতির পিতার ৯৮তম জন্ম ও জাতীয় শিশু দিবস পালিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

বঙ্গবন্ধুর জন্ম দিন,বাংলাদেশের খুশির দিন,এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ১৭মার্চ ২০১৮ইং জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ ৩ম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন,স্কুল কলেজ ও সরকারী/বেসরকারী শিশু একাডেমী,গালস গাইড,হামদর্র্দ পাবলিক লাইব্রেরি,শিল্পকলা একাডেমী এবং জেলা প্রশাসনসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। জেলা প্রশাসন ২দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী,জন্মদিনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, আলোচনা সভা,শিশু বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরন ইত্যাদি। মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গন হতে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়। এ উপলক্ষে সকালে এম,সাইফুর রহমান অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম, জেলা আওয়ামীলীগ সভপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, চেম্বার সভাপতি কামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজীদ খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন। পরে চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২দিনব্যাপী আয়োজিত শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করেন। এছাড়া সুবিদা জনক সময়ে সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ২০১৮/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর