May 2, 2024, 3:55 am

সংবাদ শিরোনাম
নাটোরে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার কুড়িগ্রামে দুপুরের খাবার খেতে আসার পথে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের পটুয়াখালীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু কুড়িগ্রামে মহান মে দিবস পালিত কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন রংপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সন্মেলন অনুষ্ঠিত র‍্যাবের বিশেষ অভিযানে রাজশাহীর দামকুড়ায় ৩৯ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার রংপুর চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

মস্তিস্ক বিকৃতির কারনে বৃদ্ধার আত্মহত্যা : স্বজনের আহাজারি

মস্তিস্ক বিকৃতির কারনে বৃদ্ধার আত্মহত্যা : স্বজনের আহাজারি

ডুমুরিয়া প্রতিনিধি

মস্তিস্ক বিকৃতির কারনে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে ১৪ নং মাগুরখালী ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামে। মৃতের নাম বিদেশি মিস্ত্রী। তিনি বিগত ৪-৫ বছর যাবৎ মস্তিস্কের ত্রুটি জনিত সমস্যায় ভুগছিলেন। মৃতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সেই রাতেও খাওয়ার পরে আনুমানিক রাত ১০টা নাগাদ নিজ ঘরে ঘুমোতে যান। মঙ্গলবার সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে আনুমানিক ১০টার দিকে তার বড় পুত্রবধু তার ঘরে ডাকতে যায়। অনেক ডাকাডাকি সত্ত্বেও তার কোন সাড়া শব্দ না পাওয়ায় জানালা দিয়ে ঘরের ভিতর তাকালে নিজ শাশুড়ীকে ঘরের আড়ায় নিজ পরিহিত শাড়ী দিয়ে ফাঁস পরা অবস্থায় ঝুলে থাকতে দেখে চিৎকার করে ওঠে। তার চিৎকারের সাড়া পেয়ে বাড়ীর ও আশপাশের লোকজন ছুটে আসে। ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে ফাঁস থেকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এমতাবস্থায় তাকে না নামিয়ে স্থানীয় ইউ পি মেম্বর ও থানাকে জানানো হয়। থানা থেকে প্রাপ্ত নোটিশের ভিত্তিতে মাগুরখালী ক্যাম্পের ইনচার্জ সরেজমিনে এসে লাশ নামিয়ে তদন্ত করেন। তদন্ত শেষে তিনি কোন প্রকার অনৈতিক ত্রুটি না পাওয়ায় লাশ সৎকারের জন্য অনুমতি দেন। স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, তিনি আগেও অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এলাকাবাসীর ধারনা তার মস্তিস্কে ত্রুটি থাকার কারনে তিনি এই কাজ করেছেন। তার এই অকালমৃত্যুতে পরিবার ও স্বজনের মাঝে নেমে এসেছে করুণ আহাজারি ও শোকের ছাঁয়া।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর