May 2, 2024, 4:05 am

সংবাদ শিরোনাম
নাটোরে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার কুড়িগ্রামে দুপুরের খাবার খেতে আসার পথে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের পটুয়াখালীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু কুড়িগ্রামে মহান মে দিবস পালিত কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন রংপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সন্মেলন অনুষ্ঠিত র‍্যাবের বিশেষ অভিযানে রাজশাহীর দামকুড়ায় ৩৯ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার রংপুর চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

বাংলাদেশি নাটক ‘আলিফ লায়লা’র আদলে

বাংলাদেশি নাটক ‘আলিফ লায়লা’র আদলে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় বিদেশি সিরিয়াল ছিল ‘আলিফ লায়লা’। আরব্য রজনীর গল্প অবলম্বনে ভারতীয় এ সিরিয়ালে মগ্ন থাকতেন দর্শকরা।

এবার ঠিক একই আদলে কল্পধর্মী ধারাবাহিক নির্মাণ করা হয়েছে। নাম ‘মায়া মসনদ’। গতকাল থেকে এনিটিভিতে প্রচার শুরু হচ্ছে এটি। এ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় চ্যানেলটির তেজগাঁও স্টুডিওতে একটি প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন নাটকের কলাকুশলী ও নির্মাতারা। এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ বলেন, ‘‘রূপকথার প্রতি মানুষের আগ্রহ থাকে সবসময়। সেজন্যই রূপকথা ভালো লাগে, আলিফ লায়লা ভালো লাগতো। আমার মনে হয় ‘মায়া মসনদ’ও ভালো লাগবে সবার। কারণ এতেও আছেন এমন সব উপদান। ভিএফএক্স ও থ্রিডি গ্রাফিক্স-নির্ভর রূপকথার গল্প করা অবশ্যই চ্যালেঞ্জিং। আসলেই নাটকটির নির্মাণ ভালো হয়েছে।’’

এনটিভির সহকারী অনুষ্ঠান মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন, ‘নাটকটিতে হিংসা-প্রতিহিংসার অনেক কিছু তুলে ধরা হয়েছে। এ ছাড়া দর্শক বিনোদন পাবেন এ রকম অনেক ঘটনাই এর গল্পে দেখা যাবে।’

‘মায়া মসনদ’ নাটকের পরিচালক এস এম সালাহ উদ্দিন, লিখেছেন অরিন্দম গুহ। এর পর্ব পরিচালনায় আছেন আতিকুর রহমান বেলাল ও দৃশ্য পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। ভিএফএক্স সুপারভাইজার হিসেবে কাজ করেছেন তানিম শাহরিয়ার।মায় মসনদ’-এর শিল্পীরা

এর বিভিন্ন চরিত্রে আছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা,  মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, সৈয়দ শুভ্র, ইলোরা গহর, শম্পা রেজা, অবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, শিল্পী সরকার অপু, উজ্জ্বল হোসেনপ্রমুখ। নাটকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর