April 29, 2024, 10:36 pm

সংবাদ শিরোনাম
সারাদেশের মতো রংপুরের বাজার নিয়ন্ত্রণে রয়েছে ভোক্তার ডিজি আবাম ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ ও এতিমদের মাঝে পোশাক ও সেলামী প্রদান কক্সবাজার টিসিবির পণ্য মজুদ ও বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ এবার কলাপাড়ায় দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের কুড়িগ্রামের উলিপুরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন প্রভাবশালী কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি- ২০২২ প্রদান নিয়মিত বাজার মনিটরিংয়ে পণ্যের দাম কমছে :রংপুরে ভোক্তা ডিজি ব্রহ্মপুত্র নদে আড়াই মাস ধরে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তিক প্রদেশ পাপুয়াতে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছে ও আরও ২১ জন মারাত্মক আহত হয়েছেন। আকস্মিক বন্যার এ ঘটনায় প্রদেশটির প্রধান বিমানবন্দরে একটি ছোট বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রোববার জানিয়েছে কর্তৃপক্ষ, খবর বার্তা সংস্থা রয়টার্সের। এক বিবৃতিতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানিয়েছেন, শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি শহরে আকস্মিক বন্যা দেখা দেয়। তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হচ্ছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। বন্যায় অন্তত নয়টি বাড়ি, দুটি সেতু ও ওই অঞ্চলের প্রধান বিমানবন্দরে পার্ক করে রাখা একটি ছোট বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু প্রদেশটির পরিবহনের প্রধান কেন্দ্র সেন্টানি বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন নুগরোহো। সেন্টানি শহরটির চারপাশের পর্বত বনাঞ্চলশূন্য করে ফেলায় আকস্মিক বন্যার ঝুঁকির বিষয়ে স্থানীয় সরকারকে দুর্যোগ কর্তৃপক্ষগুলো সতর্ক করেছিল বলে জানিয়েছেন তিনি। নুগরোহো বলেছেন, “এখন পানি কমেছে, কিন্তু বন্যার তোড়ে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিস রেখে গেছে।” তিনি জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১২০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা সরকারি দপ্তরগুলোতে আশ্রয় নিয়েছে।  রেড ক্রস ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নিয়ে কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের সাহায্য করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর