May 2, 2024, 3:48 am

সংবাদ শিরোনাম
নাটোরে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার কুড়িগ্রামে দুপুরের খাবার খেতে আসার পথে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের পটুয়াখালীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু কুড়িগ্রামে মহান মে দিবস পালিত কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন রংপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সন্মেলন অনুষ্ঠিত র‍্যাবের বিশেষ অভিযানে রাজশাহীর দামকুড়ায় ৩৯ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার রংপুর চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

আলফাডাঙ্গায় আহত শিক্ষার্থী পরিবারের কাছে ক্ষমা চাইলেন অভিযুক্ত শিক্ষক

আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা টগরবন্ধ ইউনিয়নের পানাইল ইউনাইটেড একাডেমীর দ–’শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রকে বেত দিয়ে বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ শিরোনামে বিভিন্ন পত্রিকা সংবাদ প্রকাশ হওয়ার কারণে গত ৬ এপ্রিল এ বিষয়ে ওই স্কুলে ম্যানেজিং কমিটিসহ এলাকায় গণ্যমান্যদের নিয়ে এক বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে।এ সময়ে আহত শিক্ষার্থী পরিবারের কাছে ভুল স্বীকার করে সকলের কাছে ক্ষমা চান বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়েব আলী সাংবাদিকদের বলেন। প্রসঙ্গ, গত ১ এপ্রিল বিদ্যালয়ে টিফিন চলাকালীন সময়ে ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী জুবায়ের হোসেন (১২) সহ তিন বন্ধু মিলে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নাটকিয় ভাবে জুবায়েরের অজান্তে তাহার স্কুল ড্রেসের পকেটে চিগারেটের ফিল্টার লুকিয়ে রাখা হয় এবং টিফিন শেষে স্কুলে বিদ্যালয়ে ক্লাস শুরু হলে শ্রেনী শিক্ষক সাবেরা বেগমের কাছে দুস্টুমির ছলে অভিযোগ করা হয়।এসময় শ্রেনী শিক্ষক অন্য শিক্ষার্থীদের দিয়ে তার পকেট থেকে চিগারেটের ফিল্টার উদ্ধার করা করেন।বিষয়টি নিয়ে শ্রেনী শিক্ষক সাবেরা বেগম একই স্কুলের গনিত শিক্ষক রুস্তুম পালোহান কে জানান,রুস্তুম পালোহান ঘটনার তদন্ত না করে শিক্ষার্থীকে বেত দিয়ে বেধরক মারপিট করেন।ওই শিক্ষার্থী মার খেয়ে আহত হয়ে অন্য শিক্ষার্থীদের সহযোগীতায় বাড়ীতে চলে আসেন।এ সময় তার পিতা সৈয়দ শাহীন গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে নিয়ে আসেন, পরের দিন ২ এপ্রিল আহত শিক্ষার্থী ব্যাথার যন্ত্রনা নিয়ে বিদ্যালয়ে হাজির হলে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নিমাই চন্দ্র আবারো বেধরক মারপিট করে তাকে স্কুল থেকে বাহির করে দেন।বলেন, এই নেশাখোর তুই আবার কেন স্কুলে আসছিস।তোকে স্কুল থেকে টিসি দিয়ে তারিয়ে দেওয়া হবে।আহত শিক্ষার্থী সৈয়দ জুবায়ের বলেন, স্যার আমাকে তারিয়ে দিবেন না আমি কোন অপরাধ করি নাই,আমাকে অহেতু মারপিট করা হয়েছে।এ সময় আরেক শিক্ষার্থী পানাইল গ্রামের মিন্টুর ছেলে রমজান বলেন,স্যার ও আমার ক্লাস বন্ধু আমারা দুস্টুমি করে ওর পকেটে চিগারেটের ফিল্টার রেখেছিলাম ওর কোন দোষ নাই।এ সময় সারা শরীর বেত্রাঘাকে আহত শিক্ষার্থী সৈয়দ জুবায়ের হোসেন চরম অসুস্থ হয়ে বাড়ীতে আসেন।পরবর্তীতে তার পিতা সৈয়দ শাহীন গত ৪ এপ্রিল ছেলের অবস্থা আসংঙ্খাজনক বিধায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করেন।ঐ দিনই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আলফাডাঙ্গা প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

প্রাইভেট ডিটেকটিভ/৬এপ্রিল ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর