May 2, 2024, 3:23 am

সংবাদ শিরোনাম
নাটোরে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার কুড়িগ্রামে দুপুরের খাবার খেতে আসার পথে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের পটুয়াখালীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু কুড়িগ্রামে মহান মে দিবস পালিত কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন রংপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সন্মেলন অনুষ্ঠিত র‍্যাবের বিশেষ অভিযানে রাজশাহীর দামকুড়ায় ৩৯ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার রংপুর চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সৌদি যুবরাজ ও ইরাকের প্রধানমন্ত্রীর আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক:

রিয়াদ ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করার জন্য বাগদাদের প্রচেষ্টার অংশ হিসেবে ইরাকের প্রধানমন্ত্রী রোববার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন।

মুস্তফা আল-কাজেমি শনিবার সৌদি আরব গেছেন। পরে তিনি ইরান সফর করবেন বলে আশা করা হচ্ছে। ইরানের সাথে ২০১৬ সাল থেকে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক নেই। খবর এএফপি’র।

সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ ও কাজেমি দ্বিপাক্ষিক সম্পর্ক ও যৌথ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেছেন। তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে মত বিনিময় করেছেন যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে অবদান রাখবে।

ইরাক গত বছর এপ্রিলে অনুষ্ঠিত শেষ অধিবেশনসহ দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে পাঁচ দফা আলোচনার আয়োজন করেছে।কাজেমি তখন বলেছিলেন, তিনি ধারণা করছেন যে, রিয়াদ ও তেহরানের সমঝোতা আসন্ন যা সমগ্র অঞ্চল জুড়ে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন ঘটাবে।

শনিবার ইরাকি মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, বাগদাদে সম্প্রতি রিয়াদ ও তেহরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনার প্রেক্ষাপটে কাজেমি সৌদি আরব ও ইরান সফর করছেন। সূত্র জানিয়েছে, এসব আলোচনা সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনস্থাপন ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার সঠিক পথে ফিরে আসার জন্য একটি রোড ম্যাপ উপস্থাপন করেছে।

কাজেমির অফিস থেকে প্রকাশিত ছবিতে মুস্তফা আল-কাজেমিকে পবিত্র শহর মক্কায় ওমরা করতে দেখা গেছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর