May 2, 2024, 3:39 am

সংবাদ শিরোনাম
নাটোরে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার কুড়িগ্রামে দুপুরের খাবার খেতে আসার পথে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের পটুয়াখালীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু কুড়িগ্রামে মহান মে দিবস পালিত কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন রংপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সন্মেলন অনুষ্ঠিত র‍্যাবের বিশেষ অভিযানে রাজশাহীর দামকুড়ায় ৩৯ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার রংপুর চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা আনলো সনি

অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা আনলো সনি

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

ব্রাভিয়া টিভি, প্লেস্টেশন গেইমিং কনসোল থেকে এক্সপেরিয়া ফোনসহ বহু পণ্য তৈরি করে সনি। এবার একেবারেই নতুন একটি সেবা আনছে তারা। সম্ভবত অনেকেরই চোখ কপালে উঠে যাবে নতুন সংবাদে। এস রাইড নামে নতুন ট্যাক্সি সেবা চালু করলো জাপানি এই প্রযুক্তি জায়ান্ট। প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার টোকিওতে উবারের মতো এস রাইড অ্যাপটি উন্মোচন করা হয়। নামের ‘এস’ অক্ষরটি তিনটি ভিন্ন শব্দকে উপস্থাপন করছে, এবং এর একটিও ‘সনি’ নয়। এখানে ‘এস’ অক্ষরের তিনটি শব্দ হলো “সিম্পল”, ‘স্মার্ট’ এবং ‘স্পিডি’। অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ‘মিনা নো ট্যাক্সি’, বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘সবার জন্য ট্যাক্সি’। সনি কর্পোরেশন, সনি পেমেন্ট সার্ভিসেস এবং বেশ কিছু জাপানি ট্যাক্সি প্রতিষ্ঠানের জয়েন্ট ভেনচার হলো ‘মিনা নো ট্যাক্সি’। উবার এবং লিফটের মতো সাধারণ নাগরিকের সঙ্গে রাইড শেয়ারিং সেবা নয় এস রাইড। এটি পুরোদমে একটি ট্যাক্সি সেবার অ্যাপ। জাপানে রাইড হেইলিং সেবা নিষিদ্ধ হওয়ায় ট্যাক্সি সেবা চালু করেছে সনি। ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বে দেশটিতে ব্যবসা ফেরানোর পরিকল্পনা রয়েছে উবারেরও। আগের বছর এপ্রিলে নতুন প্রধান নির্বাহী কেনিশিরো ইওশিডাকে পেয়েছে সনি। প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর দ্রুত প্রতিষ্ঠানটিকে তিনি হার্ডওয়্যার বিক্রি থেকে সরিয়ে কনেটেন্ট বিক্রির দিকে নিয়ে এসেছেন। এস রাইড তার সেই লক্ষ্যেরই অংশ হতে পারে। আপাতত জাপানের বাইরে অ্যাপটি উন্মোচনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক মুখপাত্র।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর