May 8, 2024, 6:50 am

সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন রংপুর নগরীরতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের তদারকি পীরগঞ্জে   নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য রাঙ্গাবালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ ই মে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে প্রধান মন্ত্রী বরাবরে দরখাস্ত প্রদান গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত শেরপুর ময়মনসিংহ ঢাকা মহাসড়কের কাজ দ্রুত গতিতে চলছে সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য

বরিশালে এক মাসেও খোঁজ নেই চুরি হওয়া শিশুর

বরিশালে এক মাসেও খোঁজ নেই চুরি হওয়া শিশুর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এক মাসেও চুরি হওয়া চার মাস বয়সী শিশু পুত্র দীপায়ন সরকারের সন্ধান পায়নি তার বাবা ও মা। চুরি হয়ে যাওয়ার পর একমাত্র সন্তানের শোকে তার মা দীপ্তি সরকার গতকাল মঙ্গলবার সকালে আর্তনাদ করে বলেন, ছেলেকে ছাড়া আমি বাঁচবো না, আপনারা আমার ছেলেকে অ্যাইনা দ্যান। সন্তানের জন্য কারখানা থেকে ছুটি পাই নাই, তাই চাকরি ছেড়ে দিয়েছি। এখন চাকরিও গেছে, আমার ছেলেকেও চুরি কইরা নিয়া গেছে। চুরি হওয়া শিশু দীপায়নের বাবা বরুণ সরকারের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছবিখাঁরপাড় গ্রামে। তারা গাজীপুরের মোগরখাল এলাকার আবদুর রহিম মোল্লার বাড়িতে ভাড়া থাকেন। পোশাক কারখানার কর্মী দীপ্তি সরকার ও ইলেকট্রিশিয়ান বরুণ সরকারের চার মাস বয়সী একমাত্র শিশুপুত্র দীপায়ন সরকার এক মাস পূর্বে গাজীপুরের মোগরখাল এলাকার ভাড়া বাসা থেকে চুরি হয়। বরুণ সরকার জানান, তিনি স্ত্রী ও একমাত্র শিশুপুত্রকে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকার আবদুর রহিম মোল্লার বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী দীপ্তি সরকার স্থানীয় পিঅ্যান্ডজেড পোশাক কারখানার ফিনিশিং বিভাগের সহযোগী পদে চাকরি করতেন। দীপায়ন হঠাৎ অসুস্থ হওয়ায় কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন দীপ্তি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি না দেয়ায় সন্তানকে দেখভালের জন্য দীপ্তি চাকরি ছেড়ে দেয়। বরুণ আরও জানান, গত ৩১ ডিসেম্বর সকালে তার স্ত্রী দীপ্তি পাশের বাসার (আবুল কাশেমের বাড়ির ভাড়াটিয়া) আঁখি আক্তারের (২৪) কাছে দীপায়নকে রেখে পাশ্ববর্তী বাজারে যায়। কিছু সময় পর এসে দীপায়ন ও আঁখিকে দেখতে না পেয়ে তাদের খোঁজ করতে থাকে। কোথাও তাদের সন্ধান না পেয়ে ১ জানুয়ারী তিনি (বরুণ) জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বরুণ সরকার জানান, তার একমাত্র শিশু পুত্রকে চুরির বিষয়ে র‌্যাব-১ ও গোয়েন্দা সংস্থার কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি সিআইডি তদন্ত করছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর