May 8, 2024, 6:49 am

সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন রংপুর নগরীরতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের তদারকি পীরগঞ্জে   নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য রাঙ্গাবালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ ই মে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে প্রধান মন্ত্রী বরাবরে দরখাস্ত প্রদান গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত শেরপুর ময়মনসিংহ ঢাকা মহাসড়কের কাজ দ্রুত গতিতে চলছে সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য

জাতীয় শোক দিবসে কোতয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও গণভোজ

শাহিন আহম্মেদ ,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোতয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে দোয়া-মিলাদ ও  গণভোজের আয়োজন হয়েছেন।১৫ আগস্ট (শনিবার) দুপুরে কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি  নুরুল আমিন নুরু সভাপতিত্বে দোয়া -মিলাদ ও বনভোজের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোতয়ালী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন সরকার।ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। ক্ষণজন্মা এই মহাব্যক্তিত্ব স্বাধীনতার পর যখন দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছিলেন ঠিক সেই সময় স্বাধীনতা বিরোধী কুচক্রিমহল তাকে ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল।তিনি আরও বলেন, ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।এসময় আরও উপস্থিত ছিলেন কোতয়ালী থানা ছাত্রলীগ নেতা মেহেদী তালুকদার, আমিরুল ইসলাম, আকাশ চৌধুরী ও ঢাকা  মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর