May 11, 2024, 9:24 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটি কর্পোরেশনে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপনের ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ছিনতাইকারীও হয়ে উঠেছে ডাকাত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা নির্বাচনে জয়ী তিন প্রার্থী চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা কুড়িগ্রামের রাজারহাটে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে হঠাৎ বন্ধ সিএনজি: দুর্ভোগে চার উপজেলার সাধারণ মানুষ গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আত্মসমর্পন করায় তিন মাদকসেবীকে পুরুস্কৃত করলো মহিপুর থানা পুলিশ

পটুয়াখালী প্রতিনিধিঃ

পুলিশই জনতা, জনতাই পুলিশ এই গোন কে সামনে রেখে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের উদ্যোগে আত্মসমর্পণকৃত দরিদ্র মাদকসেবীদের পূর্নবাসন বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় মহিপুর থানায় এ সভার আয়োজন করা হয়। মহিপুর থানার অফিসার ইনচার্জ সোহেল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌরসভার পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দীন মোল্লা, ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল আকন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, শিক্ষানুরাগী সাহআলম হাওলাদার। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এবং থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত। এরপরে তিনি শেষ বিকেলে কুয়াকাটায় বিট পুলিশিং সভা করা হয় এবং পুলিশ বক্সের উদ্ভোধন করা হয়।এসময় আত্মসমর্পণকৃত দরিদ্র মাদকসেবী মহিপুর ইউনিয়নের কমরপুর গ্রামের ইউনুছ বয়াতীর ছেলে রাসেল বয়াতীকে পূর্নবাসনের জন্য নগদ অর্থ, একই ইউনিয়নের বিপিনপুর গ্রামের শহিদ হাওলাদারের ছেলে বাবু হাওলাদারকে ব্যাটারি চালিত অটো গাড়ি এবং কুয়াকাটা পৌরসভার গফফার মুন্সীর ছেলে হাবিব মুন্সীকে সেলাই মেশিন প্রদান করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিতি অনুযায়ী আমরা কাজ করে যাবো। অপরাধ করে কেউ পার পেয়ে যাবেনা। যারা এই পথ থেকে স্বেচ্ছায় ফিরে আসবে, আমরা তাদের জীবীকা নির্বাহের জন্য যথাসাধ্য ব্যাবস্থা করবো এবং যাদের নামে মামলা আছে তাদের মামলা আমরা লিগ্যাল এইডের মাধ্যমে বিনা পয়সায় লড়বো। তবে আমদের এই পথে থেকে পুরোপুরি ফিরে আসার গ্যারান্টি দিতে হবে। এর পরে কুয়াকাটা জিরো পয়েন্টে স্থাপিত পুলিশ বক্সের উদ্ভোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

প্রাইভেট ডিটেকটিভ/২২ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর