May 18, 2024, 12:45 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন বাংলাদেশ পুলিশ বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন’সহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম-আইজিপি রংপুরে সিএনজি মাহিন্দ্রা সড়কে চলাচল ও রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে নির্বাচনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ, সহিংসতা হলে ছাড় পাবে না কেউ পটুয়াখালীতে অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন ত্রান প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে র‍্যাব-১২’র অভিযানে ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার রংপুরের হাজীরহাট এ তিন টি পুরাতন অস্ত্র উদ্ধার করলেন এলাকাবাসী সমস্যায় জর্জরিত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যন্ত্রপাতি,নেই টেকনিশিয়ান রুগীরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত রংপুর সদর প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানব্বন্ধন

পুলিশের লাঠিপেটায় আবরারের ভাইসহ আহত ৪

পুলিশের লাঠিপেটায় আবরারের ভাইসহ আহত ৪

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে পুলিশের লাঠিপেটায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের ভাইসহ চারজন আহত হয়েছেন। বুধবার আবরারের পরিবারের সাথে দেখা করতে আসা বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে প্রতিহত করা গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে পুলিশ এ আক্রমণ চালায়।

 

বিকালে উপাচার্য সাইফুল রায়ডাঙ্গা গ্রামে আবরারের কবর জিয়ারতের পর তার মাকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় উত্তেজিত গ্রামবাসী উপাচার্যকে ঘিরে রেখে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। পরে অবস্থা বেগতিক দেখে উপাচার্য জেলা প্রশাসকের গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি চলে যাওয়ার পর পুলিশ গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। এ সময় আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজসহ চারজন আহত হন।

 

বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে (২১) রবিবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে বুয়েটের মেডিকেল কর্মকর্তা ডা. মো. মাসুক এলাহি তাকে মৃত ঘোষণা করেন। এর আগে আবরারকে হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।

 

এদিকে, আবরারের জন্য বেলা ১১টার দিকে জেলা স্কুল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আবরারের সহপাঠী ও শিক্ষকসহ কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।

 

এ সময় আবরারের বাবা বরকতুল্লাহ বুয়েট কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের অনেককেই মামলায় বাদ দেয়া হয়েছে। যার নেতৃত্বে নির্যাতন করা হয়েছে তাকেই মামলায় আসামি করা হয়নি।’

 

তিনি বাদ পড়াদের মামলায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। তবে তিনি এ ঘটনায় এখন পর্যন্ত সরকারের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী জানেন স্বজন হারানোর ব্যথা। তিনি যদি সিসিটিভির ফুটেজ দেখেন তাহলে আমার বিশ্বাস আবরার হত্যাকাণ্ডে জড়িতরা দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তি পাবে।’

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর