May 2, 2024, 3:59 am

সংবাদ শিরোনাম
নাটোরে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার কুড়িগ্রামে দুপুরের খাবার খেতে আসার পথে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের পটুয়াখালীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু কুড়িগ্রামে মহান মে দিবস পালিত কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন রংপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সন্মেলন অনুষ্ঠিত র‍্যাবের বিশেষ অভিযানে রাজশাহীর দামকুড়ায় ৩৯ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার রংপুর চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

মাঠ পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরী করে আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করতে হবে: বিরোধী দলীয় হুইপ

মাঠ পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরী করে আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করতে হবে: বিরোধী দলীয় হুইপ
আকাশ বগুড়া

সোমবার বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট ( অনুর্ধ- ১৭) এর চুড়ান্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরুস্কার তুলে দেন বগুড়া ০৬ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মোঃ নুরুল ইসলাম ওমর

সোমবার বিকালে বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট ( অনুর্ধ- ১৭) এর চুড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বগুড়া ০৬ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মোঃ নুরুল ইসলাম ওমর।
তিনি বলেন, এ খেলার মূল উদ্যেশ্য হলো মাঠ পর্যায়ে ভাল খেলোয়ার তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করা। আজকে যারা ভাল খেলবে তাদেরকে আগামী দিনে বিকেএসপিতে সরকারী ভাবে প্রশিক্ষন দেওয়া হবে। তিনি আরও বলেন আজকের খেলোয়ারেরাই আগামী দিনে বিদেশের মাটিতে ভাল খেলার মাধ্যমে দেশের সুনাম অর্জন করবে সেই সাথে তিনি মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে খেলাধূলা করার আহব্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) তমাল হোসেন, খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ,শিক্ষা অফিসার আব্দুল জব্বার,
একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান,পরিসংখ্যান অফিসার শফিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম বাবু, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ,শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম,ফাঁপোড় ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী,লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাফতুন আহম্মেদ,সদর থানার ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জামান মিয়া,ডাঃ সৈকত সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ইকবাল,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম শহিদ,শফিকুল ইসলাম সুইট,সোহাগ সরকার, এমরান হোসেন মিঠু, মনির খান,শরিফুল ইসলাম বাবু, নিশিন্দারা ইউপি সদস্য মোজাফফর রহমান এবিএম শাফিউল ইসলাম শাফি, জহুরুল ইসলাম, ফিরোজ আল মাহমুদ স্বপন,গোকুল ইউপি সচিব আজমল হোসেন,শাখারিয়া ইউপি সচিব মশিউর রহমান, নুনগোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র পাল, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার, হোসেন প্রমূখ। খেলায় অংশ গ্রহণ করেন নিশিন্দারা ইউনিয়ন ক্রীড়া সংস্থা বনাম এরুলিয়া ইউনিয়ন ইউনিয়ন ক্রীড়া সংস্থা। খেলা পরিচালনা করেন প্রভাষক জিবরীল আমিন, সহকারী আনোয়ার হোসেন ও আব্দুস সবুর মুকুল। ধারা বর্ননায় ছিলেন প্রভাষক জাকারিয়া পারভেজ,সুহেল হোসেন ও আব্দুল আউয়াল। খেলায় ট্রাইবেকারে শাখারিয়া ইউনিয়ন ক্রীড়া সংস্থা ৩- ২ গোলে পরাজিত করে নিশিন্দারা ইউনিয়ন ক্রীড়া সংস্থা জয়লাভ করেন।
শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরুষ্কার বিতরন করেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর