May 2, 2024, 3:35 am

সংবাদ শিরোনাম
নাটোরে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার কুড়িগ্রামে দুপুরের খাবার খেতে আসার পথে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের পটুয়াখালীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু কুড়িগ্রামে মহান মে দিবস পালিত কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন রংপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সন্মেলন অনুষ্ঠিত র‍্যাবের বিশেষ অভিযানে রাজশাহীর দামকুড়ায় ৩৯ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার রংপুর চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
রাজশাহীর আল-জামিআহ আস-সালাফিয়্যাহ মাদরাসার অধ্যক্ষ, পিস টিভির আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে নানারকম অনিয়মসহ কারণে-অকারণে শিক্ষক-কর্মচারীদের বহিষ্কার করার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষক, কর্মচারী ও দাতা সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মাদরাসাটির সদ্য (বহিষ্কৃত) মুহাদ্দিস মাওলানা ইবরাহীম। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, চলতি বছরের গত ২২ জুলাই জেলার পবা উপজেলাধীন জামিয়াহ মাদরাসায় কর্মরত অন্তত ১২ জন শিক্ষক-কর্মচারীকে স্বেচ্ছাচারীতা করে অবৈধভাবে মুঠোফোনে কল দিয়ে বহিষ্কার করেছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যা চরম মানবাধিকার লঙ্ঘন। তারা এর কারন জানতে চাইলে অধ্যক্ষ তার ছেলে ও জামাইয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ভুক্তভোগীরা আব্দুর রাজ্জাকের ছেলে ও জামাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তারা ভিন্ন-ভিন্ন উত্তর দেন। তারা কমিটিকে জানালে কমিটির সদস্যরা অধ্যক্ষের সাথে কথা বলার জন্য মাদরাসায় গেলে তিনি কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাত না করে উল্টো পুলিশ ডাকেন।
ভুক্তোভোগীরা জানান, তারা আইনের আশ্রয় নিয়ে উকিল নোটিশ পাঠালেও কোনো প্রতিকার পাননি। উল্টো আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তাদেরকে বিভিন্ন ধরণের হুমকি ধামকি প্রদান করেন। চাকুরী হারিয়ে বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন। এব্যাপারে চাকরীতে পুনর্বহাল এবং অধ্যক্ষ্যের অনিয়মের প্রতিকার কামনা করেছেন তারা।
মাদরাসাটির সেক্রেটারী জিয়াউর রহমান বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কমিটির কথা না শুনেই নিজের ইচ্ছেমতো প্রতিষ্ঠান পরিচালনা করেন। কোনোরকম নোটিশ ছাড়াই মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ছাটাই করেছেন। এনিয়ে কমিটির সদস্যরা তার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি সাক্ষাতও করেননি।
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমার বিরুদ্ধে অভিযোগগুলো সঠিক নয়। বহিষ্কার নয় বরং তাদেরকে আমার আরেকটি প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে। আমি কাউকেই বহিষ্কার করিনি, এগুলো তাদের মনগড়া কথা
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর