May 2, 2024, 4:09 am

সংবাদ শিরোনাম
নাটোরে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার কুড়িগ্রামে দুপুরের খাবার খেতে আসার পথে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের পটুয়াখালীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু কুড়িগ্রামে মহান মে দিবস পালিত কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন রংপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সন্মেলন অনুষ্ঠিত র‍্যাবের বিশেষ অভিযানে রাজশাহীর দামকুড়ায় ৩৯ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার রংপুর চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

কলাপাড়ায় ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র মূল্যায়ন করলেন ইউএনও

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরী, পরীক্ষা গ্রহন ও উত্তর পত্র মূল্যায়ন করলেন ইউএনও মো: মুনিবুর রহমান। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১০০ নম্বরের এ ভর্তি পরীক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব ভেন্যুতে অনুষ্ঠিত হয়। জানা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ইউএনও ও তার টিম ওয়ার্কের তত্ত্বাবধানে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় তিনশ চব্বিশ জন শির্ক্ষীর মধ্যে তিনশ এক জন শিক্ষার্থী অংশগ্রহন করে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সভাপতি মো: মুনিবুর রহমান নিজে উপস্থিত থেকে এ পরীক্ষা তদারকি করেন। সিসি ক্যামেরার আওতায় বিদ্যালয়ের আটটি কক্ষে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১৮ জন শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিটি কক্ষে একজন সরকারী কর্মকর্তা দায়িত্ব পালন করেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন খলিফা প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সভাপতি মো: মুনিবুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। উত্তর পত্র মূল্যায়ন শেষে শুক্রবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফল উপজেলা প্রশাসনের ওয়েব পোর্টাল, নোটিশ বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানটির নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে বলে জানান তিনি।এর আগে গোপনীয়তার মধ্যে বৃহস্পতিবার তার নিজ কক্ষে প্রশ্নপত্র তৈরী করেন ইউএনও। নিজ জিম্মায় রেখে শুক্রবার সকালে পরীক্ষার কক্ষে তা সরবরাহ করেন ইউএনও।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর