ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্রীরামপুর এলাকায় চোর সন্দেহে সাগর (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ও গত বুধবার রাতে উপজেলার ডৌহাখোলা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে গৌরীপুর থানা পুলিশ। ওই দুজন হলেন একই উপজেলার শ্রীরামপুর এলাকার রিয়াজ উদ্দিন (৩০) ও ফজলুর রহমান (৪০)। কিশোর সাগর হত্যার একদিন পর মঙ্গলবার বিকেলে তার বাবা শিপন মিয়া বাদী হয়ে আক্কাস আলীসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর থেকেই ভিডিও ফুটেজ ও ছবি দেখে জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। গত সোমবার সকালে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের আক্কাস আলী ও তাঁর ভাইয়েরা মিলে চোর সন্দেহে সাগরকে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ কাশবনে গুম করে রাখেন তাঁরা। ঘটনার পরের দিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সেই লাশ কাশবন থেকে উদ্ধার করে। আক্কাস আলী স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় একজন কর্মী বলে জানা গেছে। ঘটনার পর থেকেই আক্কাস আলী ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়েছে। পুলিশ তাঁদের ধরার চেষ্টা করছে।