নীলফামারীতে ডোবা থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নীলফামারীর সৈয়দপুর শহরের পার্বতীপুর রোডে শিয়া মসজিদ সংলগ্ন ডোবা থেকে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে লাশ ভেসে উঠতে দেখে লোকজন কানাঘুষা শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে র্যাব-১৩ নীলফামারী ও সৈয়দপুর থানা পুলিশ আসে। কিছু সময় পর দক্ষিণ নিয়ামতপুরের চটপটি ব্যবসায়ী মনছুর আলী নিজের ছেলে বলে লাশকে সনাক্ত করেন। তিনি জানান, গত ২৬ নভেম্বর ওই এলাকায় তাফসিরুল কোরআন মাহফিলে তিনি চটপটি দোকান দেন। ওই দোকানে সাথে করে তার ছেলে প্রতিবন্ধী সজীব (১২)কে নিয়ে আসেন। ওইদিন হঠাৎ সজীব নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি এবং শহরে মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। হঠাৎ ৩০ নভেম্বর সকালে ডোবায় তার লাশ পাওয়া যায়।