জগন্নাথপুরে গ্রামের রাস্তায় বিদ্যুতিক লাইন বিপদজনক অবস্থায়
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশে খেয়া ঘাট থেকে ইসলামপুর গ্রামে যাওয়ার রাস্তায় বিদ্যুতের লাইন খুঁটিবিহীন অবস্থায় পাশে বাশঝাড়ে বিপদজনক ভাবে ঝুলে রয়েছে। বিদ্যুৎ আর্থিং হয়ে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।ফলে বিদ্যুতের লাইনের আশপাশ ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস থেকে বিষয়টি গ্রামের লোকজন সহ স্থানীয়রা জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগকে অবগত করলেও ঝুঁকিপূর্ন বাঁশের বেড়া থেকে বিদ্যুৎ তার সরানো হয় নাই। বিদ্যুতের খুঁটি বসানোর জন্য বার বার বলা হলেও খুঁটি বসানো হয় নাই। আশে পাশের লোকজন সহ পাশে থাকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা মারান্তক ঝুঁকিপূন অবস্থায় রয়েছে। বিষয়টি জনগুরুত্বপূর্ন বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান স্থানীয়রা।
এ ব্যাপারে জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, মুঠোফোনে পাওয়া যায়নি।