ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
লিবিয়া উপকূলে একটি অভিবাসী বহনকারী একটি নৌকাডুবে শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ৬০জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের সঙ্গে আরেকটি নৌকা ছিলো। ওই নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১৪০ জনকে।
গত কিছুদিনে এই সীমান্ত অনেকজনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ২৫০ জনকে উদ্ধার করে লিবীয় কোস্টগার্ড। এর আগের মঙ্গলবার ১১০০ জনকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড।
লিবিয়া কোস্টগার্ডের কর্নেল আবু আজালা আবদেল বারি বলেন, প্রথম নৌকাটি আমরা পৌঁছানোর পূর্বেই ডুবে গেছে। ওখানে যাওয়ার পর আরেকটি নৌকা ধরে অনেককে ঝুলে থাকতে দেখি আমরা। কিন্তু বাকিরা মারা যায়।
উদ্ধারকৃত সবাইকে লিবিয়ায় নৌবাহিনীর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় অন্যান্য উদ্ধার অভিযান চলছিলো বলে জানিয়েছে ইটালিয়ান কোস্ট গার্ড।
এদিকে ভূমধ্যসাগরের এই সীমান্তকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এই পথ দিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার সময় অনতত ৩৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। চলতি বছরেই এর সংখ্যা ৩ হাজার।