January 16, 2025, 6:17 pm

চৌমুহনীতে নেশা জাতীয় দ্রব্য শরীরে লাগিয়ে মহিলার সর্বস্ব লুট

চৌমুহনীতে নেশা জাতীয় দ্রব্য শরীরে লাগিয়ে মহিলার সর্বস্ব লুট
নোয়াখালী প্রতিনিধি


চৌমুহনী ডিবি রোড আজমীর হোটেলে সাহিদা আক্তার (২৫) নামে এক মহিলাকে  নেশা জাতীয় দ্রব্য শরীরে  লাগিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সে বেগমগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ। ঘটনাটি ২৫ নভেম্বর শনিবার সন্ধ্যা ঘটেছে।
জানা যায় বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রাম নিবাসী ও বেগমগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ সাহিদা আক্তার (২৫) শনিবার বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষন উদ্যাপন  র‌্যালি ও  বিকেলে আলোচনা সভা শেষ করে  সন্ধ্যায় বাড়ি ফেরার সময় চৌমুহনী ডিবি রোড আজমীর হোটেলে ঢোকার পর দুই ব্যক্তি তার শরীরে নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে তার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও নগদ এক হাজার টাকা নিয়ে যায়। এরপর তিনি নেশগ্রস্ত অবস্থায় বাড়িতে না গিয়ে একটি বাসে করে সেবার হাট চলে যান। খবর পাওয়ার পর এই মহিলা আত্মীয়রা সেবার হাট থেকে তাকে  নিয়ে আসে এবং চিকিৎসা করায়।

Share Button

     এ জাতীয় আরো খবর