ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
শহরটি মেক্সিকো সিটি থেকে ২৭০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত। মেক্সিকোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ অঙ্গরাজ্যে গত শুক্রবার পৌরসভার এক মেয়র নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
একই রাজ্যে নব নির্বাচিত এক মেয়র নিহত হওয়ার মাত্র চারদিন পর এই ঘটনা ঘটল। খবর এএফপি
র। রাজ্যের প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, এই হামলায় ইক্সহুয়াটলান ডি মাদেরো’র মেয়র ভিক্টর ম্যানুয়েল স্পিনোজা ও তার স্ত্রীসহ পাঁচ জন নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ এই হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। গত শুক্রবার রাতে রাজ্যের রাজধানী জালাপার কাছে একটি পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হিদালগোতিতলান পৌরসভার নবনির্বাচিত মেয়র সান্তানা ক্রুজ বাহেনা এক হামলায় নিহত হওয়ার কয়েকদিন পর সর্বশেষ হত্যাকা-ের ঘটনাটি ঘটল। অন্তত ৩০ জনের একটি সশস্ত্র দল সান্তানার ওপর হামলা চালায়।
যানবাহন থেকে তেল চুরি করে এমন একটি অপরাধি চক্র এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচেছ। গত মাসে মেক্সিকোর অপর কয়েকটি রাজ্যে আরো তিন মেয়র নিহত হয়েছেন।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেয়র্স-এর পরিসংখ্যানে বলা হয়েছে, ২০০৩ সাল থেকে দেশটিতে প্রায় ৫০ মেয়র নিহত হয়েছেন।