February 15, 2025, 12:44 am

সংবাদ শিরোনাম
বনানী ক্লাবে অনুষ্ঠিত হলো এক ভিন্ন ধরনের আড্ডা বিশ্বজুড়ে বাঙালিয়ানা এবং বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসার জয়পুরহাট ক্ষেতলালে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে জরিমানা সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে প্রশাসনের অনুদান ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু গৌরনদীতে ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা মাদক সম্রাজ্ঞী পাপিয়ার সহযোগীর বিরুদ্ধে গাজীপুরে সংবাদ সম্মেলন জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল্লাহ সাইফ শার্শার কায়বায় প্রেমিকের প্ররোচনায় কলেজ ছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন বান্দরবানে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ আটক

এফবিসিসিআইর বিনিয়োগে চীনকে আহ্বান

এফবিসিসিআইর বিনিয়োগে চীনকে আহ্বান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশ সরকারের দেওয়া নানা সুবিধা গ্রহণ করে সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।

সফররত  সিসিপিআইটি’র (চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড) ৯ সদস্যের এক বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় এই আহ্বান জানানো হয় বলে এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফবিসিসিআই নেতারা চীনের গুয়াংডং প্রদেশের সঙ্গে উৎপাদন খাতে যৌথ বিনিয়োগে আগ্রহের কথাও প্রতিনিধি দলটিকে জানান।

এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে আলোচনায় অংশ নেন এফবিসিসিআই পরিচালক সালাহউদ্দিন আলমগীর, রেজাউল করিম রেজনু প্রমুখ।

সিসিপিআইটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর ভাইস চেয়ারম্যান লিন জিয়ং।

লিন বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এফবিসিসিআই এবং সিসিপিআইটি, গুয়াংডংয়ের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের উপর জোর দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গুয়াংডংয়ে উৎপাদিত ইলেকট্রনিক পণ্য বাংলাদেশে রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

ফজলে ফাহিম ট্যাক্স হলিডে, করপোরেট কর সুবিধা ইত্যাদি সুযোগ নিয়ে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়ন, কানাডাসহ বিশ্বের অনেক দেশে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ যে শুল্কমুক্ত, কোটামুক্ত সুবিধা পেয়ে থাকে, তার সুবিধা নিতেও বাংলাদেশে কারখানা স্থাপনে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ৯৪ কোটি ৯৪ লাখ মার্কিন ডলারের পণ্য চীনে রপ্তানি করে; বিপরীতে চীন থেকে আমদানি ছিল ১ হাজার ১২ কোটি ডলারের পণ্য।

চীনে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে উভেন পোশাক, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য।

Share Button

     এ জাতীয় আরো খবর