ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
এক লেফটেন্যান্ট কর্নেলের কন্যাকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার শিমলা থেকে ৫৬ বছর বয়সী ওই সেনা কর্নেলকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।
শিমলার আর্মি ট্রেনিং কমান্ডে কর্মকরত এক লে. কর্নেলের ২১ বছর বয়সী কন্যা সোমবার এ বিষয়ে একটি অভিযোগ দাখিল করেন, এরপর প্রাথমিক তদন্ত শেষে ওই কর্নেলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, ওই দিনই কর্নেলের বাড়িতে তাকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শিমলার পুলিশ সুপার সৌম্য সম্বাসিবান ওই অভিযোগ দায়েরের কথা ও কর্নেলকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন, কিন্তু কর্নেলের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
পুলিশ জানিয়েছে, ওই নারীর বক্তব্য রেকর্ড করে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার ওই কর্নেলকে আদালতে তোলা হতে পারে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।