নবাবগঞ্জে ব্র্যাকের মিডিয়া এ্যাডভোকেসি সভা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি-ইন্ডেজিনাস প্রকল্পের (আইডিপি) আয়োজনে উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকদের মধ্যে আদিবাসী বিষয়ক সচেতনতা ও অধিকার সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ কারিতাস অফিস হল কক্ষে এই সভার আয়োজন করা হয়।
ব্র্যাকের (আইডিপি) সিনিয়র ম্যানেজার আলবেরিকুশ খালকোর সভাপতিত্বে ও সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর জর্জ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মাইকেল বি মালো, জেলা ব্যাবস্থাপক (আইডিপি) নির্মল কেরকেটা, প্রশিক্ষক সৃজল তিগ্যা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, “আমাদের দেশে আদিবাসীদের রাষ্ট্র কর্তৃক এখনও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি মেলেনি। সুতরাং, আদিবাসীদের অধিকার রক্ষায় সমাজের সচেতন মহল ও সাংবাদিকদের সহযোগীতা একান্ত কাম্য”।
পরিশেষে, আদিবাসী সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নোত্তরের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।