ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আলাদা দুটি ‘বন্দুকযুদ্ধে’ এক সেনা সদস্যসহ দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার কাশ্মীরের শ্রীনগর শহর থেকে ৯৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুপওয়ারা জেলার জিরহামা ও হান্দওয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে হান্দওয়ার এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই নিহত হয় দুই সন্ত্রাসী।
অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেস কালিয়া বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, জিরহামা গ্রামের গত মঙ্গলবার সন্ত্রাসীদের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক সেনা সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
আহত সেনা সদস্যদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। জিরহামা গ্রামে দুই থেকে তিন জঙ্গি অবস্থান করছিল বলে প্রতিরক্ষা ও পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন।