January 16, 2025, 2:42 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

রাবি শিক্ষক লিলন হত্যা মামলার আসামি মানিক অস্ত্রসহ গ্রেফতার

রাবি শিক্ষক লিলন হত্যা মামলার আসামি মানিক অস্ত্রসহ গ্রেফতার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যার মামলার অভিযোগপত্রভূক্ত এক আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীর পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া জানান, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়ার জয়পুর বাজার থেকে আরিফুল ইসলাম ওরফে মানিককে গ্রেফতার করা হয়। ২০১৪ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাড়ির সামনে খুন হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলন। পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ এন্তাজুল হক অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা করেন। হত্যাকা-ের এক বছরের মাথায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক। অভিযোগপত্রে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, আবদুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক, সিরাজুল ইসলাম, সবুজ, আল মামুন, আরিফ, সাগর, জিন্নাত আলী, ইব্রাহিম খলিল ও নাসরিন আখতার রেশমাকে আসামি করা হয়। ওসি সায়েদুর বলেন, গোপন সংবাদে রাতে জয়পুর বাজারে অভিযানে গিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম ওরফে মানিককে গ্রেফতার করা হয়। মানিক রাজশাহীর পবা উপজেলার কাটাখালির প্রয়াত আশরাফ আলীর ছেলে। তিনি কাটাখালি পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক। ওসি আরও বলেন, অধ্যাপক লিলন হত্যা মামলায় জামিনে আছেন মানিক। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর