নববর্ষে ড্রোন নজরদারি বৃষ্টিতে বাতিল
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ইংরেজি নববর্ষ উদযাপনের নিরাপত্তায় ড্রোন নজরদারি ব্যবস্থা বাতিল হয়েছে বৃষ্টির কারণে।
প্রথমবারের মতো টাইমস স্কয়ারে নববর্ষ উদযাপনের নজরদারিতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা ছিল নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি)।
পুলিশ প্রধান টেরেন্স মোনাহ্যান বলেন, ভারী বৃষ্টিপাত ও বাতাসের কারণে ড্রোনগুলো নিরাপদে ওড়ানো যায়নি। এ বছর টাইমস স্কয়ারে নববর্ষ উদযাপনে ১০ লাখের বেশি মানুষ অংশ নেন। কোনো বিপত্তি ছাড়াই পার হয়েছে অনুষ্ঠানটি– খবর বিবিসি’র।
রাস্তায় হাজারো ক্যামেরা, পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে ক্যামেরা ড্রোন ব্যবহারের পরিকল্পনা ছিল এনওয়াইপিডি’র।
কোনো ত্রুটির কারণে ড্রোনগুলো যাতে নিচে মানুষের ভিড়ের মধ্যে না পড়ে তা নিশ্চিত করতে একটি ভবনের সঙ্গে জুড়ে দেওয়ার কথা ছিল ড্রোনগুলো।
এর আগে ২৮ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ড্রোনগুলো হয়তো খারাপ আবহাওয়ায় ভালোভাবে কাজ করবে না।
এবারে বৃষ্টির কারণে ওপর থেকে অনুষ্ঠানটি নজরদারিতে রাখতে ড্রোনের বদলে হেলিকপ্টার ব্যবহার করেছে পুলিশ।
আর টাইমস স্কয়ারের আশপাশে অননুমোদিত উডুক্কুযান আটকাতে ব্যবহার করা হয়েছে ‘কাউন্টার-ড্রোন প্রযুক্তি’।