ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক রাজধানী মাইদুগুরিতে গত বুধবার সন্ধ্যায় আত্মাঘাতী বোমা হামলা চালানো হয়। এতে চার আত্মঘাতী হামলাকারীসহ ১৬ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা বার্তা সংস্থা এএফপি’কে একথা জানায়। বর্নো রাজ্যের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বেলো দামবাত্তা বলেন, গ্রিনিচ মান সময় ১৭০০টার দিকে মুনা এলাকায় দুই পুরুষ ও দুই নারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই চার হামলাকারীসহ মোট ১৬ জন নিহত হয়েছে। আহত ২২ জনকে বর্নো রাজ্যের বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। দামবাত্তা বলেন, মাগরিব নামাজের সময় প্রথম আত্মঘাতী হামলাকারী হামলা চালায়। এতে সাত মুসুল্লি নিহত হয়। এরপর আত্মঘাতী হামলাকারীরা একটি বাড়িতে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এতে এক অন্তঃসত্ত্বা নারী ও তার শিশু নিহত হয়। তিনি আরো বলেন, অপর দুই আত্মঘাতী হামলাকারী তাদের লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর আগেই শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামি চরমপন্থী সংগঠন বোকো হারাম আট বছর ধরে সহিংসতা চালিয়ে যাচ্ছে। জিহাদিরা সব সময় হামলার দায়িত্ব স্বীকার করে না। কিন্তু বুধবারের হামলায় যে কৌশল ব্যবহার করা হয়েছে, তা সাধারণত জিহাদিরাই করে থাকে। অঞ্চলটিতে বোকো হারাম তাদের জঙ্গি তৎপরতা শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার লোক প্রাণ হারিয়েছে এবং ২৬ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।