January 15, 2025, 11:03 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৬, আহত ২২

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৬, আহত ২২

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক রাজধানী মাইদুগুরিতে গত বুধবার সন্ধ্যায় আত্মাঘাতী বোমা হামলা চালানো হয়। এতে চার আত্মঘাতী হামলাকারীসহ ১৬ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা বার্তা সংস্থা এএফপি’কে একথা জানায়। বর্নো রাজ্যের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বেলো দামবাত্তা বলেন, গ্রিনিচ মান সময় ১৭০০টার দিকে মুনা এলাকায় দুই পুরুষ ও দুই নারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই চার হামলাকারীসহ মোট ১৬ জন নিহত হয়েছে। আহত ২২ জনকে বর্নো রাজ্যের বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। দামবাত্তা বলেন, মাগরিব নামাজের সময় প্রথম আত্মঘাতী হামলাকারী হামলা চালায়। এতে সাত মুসুল্লি নিহত হয়। এরপর আত্মঘাতী হামলাকারীরা একটি বাড়িতে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এতে এক অন্তঃসত্ত্বা নারী ও তার শিশু নিহত হয়। তিনি আরো বলেন, অপর দুই আত্মঘাতী হামলাকারী তাদের লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর আগেই শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামি চরমপন্থী সংগঠন বোকো হারাম আট বছর ধরে সহিংসতা চালিয়ে যাচ্ছে। জিহাদিরা সব সময় হামলার দায়িত্ব স্বীকার করে না। কিন্তু বুধবারের হামলায় যে কৌশল ব্যবহার করা হয়েছে, তা সাধারণত জিহাদিরাই করে থাকে। অঞ্চলটিতে বোকো হারাম তাদের জঙ্গি তৎপরতা শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার লোক প্রাণ হারিয়েছে এবং ২৬ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর